প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Electric Car: একবার চার্জ দিলেই ছুটবে ২৩০ কিমি পথ, ভারতের বাজারে ধামাকা করবে এই ব্রিটিশ গাড়ি

যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আর সেই জীবনধারার অন্যতম অঙ্গ হল পরিবহন। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আর সেই জীবনধারার অন্যতম অঙ্গ হল পরিবহন। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। তাই সামর্থ অনুযায়ী সকলে পছন্দের গাড়ি কেনার দিকে ঝোঁকেন। জ্বালানি তেলের বাড়তে থাকা দামের দিকে লক্ষ্য করে অনেককেই এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। কারণ তেলের দাম যে হারে বেড়েছে বিগত সময়ে, তাতে করে ইলেকট্রিক ভেহিকেলে খরচ অনেকটাই কম হয়।

আর এখন ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে একাধিক কোম্পানি নিজেদের নাম লিখিয়েছে। তবে সেই অর্থে চার চাকা ইলেকট্রিক গাড়ির বিকল্প উপলব্ধ নেই দেশীয় বাজারে। আর এই অবস্থায় মোরিস গ্যারেজেস নামের একটি ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থা ভারতের বাজারে একটি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। এই কোম্পানি সম্প্রতি এমজি কমেট ইভি নামের একটি গাড়ি লঞ্চ করেছে, যা দেশের বাজারে সাড়া ফেলতে চলেছে। কারণ টাটা ন্যানোর মতো আকৃতির এই গাড়িটিতে পাওয়া যাবে আকর্ষণীয় ফিচার্সসমূহ। একইসঙ্গে গাড়িটির দামও তুলনামূলক কম হতে চলেছে। এখন একনজরে দেখে নিন এই গাড়ির দাম ও ফিচার্স সম্পর্কে।

● ইঞ্জিন: এই ইলেকট্রিক গাড়িতে পায়ে যাবেন একটু ১৭.৩ কিলোওয়াট আওয়ার-এর বড় ব্যাটারি প্যাক যা সর্বোচ্চ ৪২ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সেই কারণে একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই গাড়িটির সঙ্গে মিলবে ৩.৩ কিলোওয়াটের ফাস্ট চার্জার যা গাড়িটিকে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে ৫ ঘণ্টা এবং ১০০ শতাংশ চার্জ করতে ৭ ঘণ্টা সময় নেয়।

● ফিচার্স: এই গাড়িতে মিলবে কিছু অত্যাধুনিক ফিচার্স। এই ইলেকট্রিক ভেহিকেলে মিলবে ১০.২৫ ইঞ্চির একটি টাচস্ক্রিন, যার মধ্যে সমস্ত ধরণের তথ্য দেখতে পারবেন চালক। এছাড়াও গাড়িতে থাকছে অত্যাধুনিক এলইডি লাইটিং। এর পাশাপাশি এই বৈদ্যুতিক গাড়ির চার চাকায় থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও গাড়িটি সম্পূর্ণভাবে এয়ার কন্ডিশন হবে বলে দাবি নির্মাতা সংস্থার।

● দাম: এই গাড়িটি বেশ আকর্ষণীয় দামে কিনতে পারবেন ভারতের গ্রাহকরা। ভারতের বর্তমান বাজারে গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে ৭.৯৮ লক্ষ টাকা। তবে গাড়িটি কিনতে হলে আরো কিছু অতিরিক্ত টাকা গুনতে হবে গ্রাহককে।