প্রজাতন্ত্র দিবসের আগেই দেশের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষিত হয়েছে। এবছর যারা তাদের বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন, তাদের নাম প্রকাশ করেছে কেন্দ্র। পদ্ম সম্মান হল জাতীয় স্তরের অন্যতম বৃহৎ একটি পুরস্কার। আর চলতি বছর এই তালিকায় যেমন নাম রয়েছে কিছু অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকার, তেমনই এই তালিকা জুড়ে রয়েছেন এমন কিছু মানুষ যারা সমাজের উপর নিজেদের অবদান রেখে গেছেন নিজেদের কর্মের মধ্য দিয়ে। আবার অনেকেই এবার পদ্ম সম্মান পাচ্ছেন, যারা নিজেদের অদম্য জেদের দ্বারা সব প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়ে সফল হয়েছেন জীবনের লড়াইয়ে।
আর এমনই একজন লড়াকু মহিলা এবার স্থান পেয়েছেন পদ্ম সম্মান প্রাপকদের তালিকায়। তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি হলেন শশী সোনি। একটা সময় অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু আজ তার ব্যবসা ছড়িয়ে পড়েছে ভিনদেশের মাটিতেও। বলা যায়, বর্তমান সময়ে বিশ্বের হাতেগোনা কয়েকজন মহিলা ব্যবসায়ীর মধ্যে তার নামটা আসে। এই ভারতীয় মহিলা অনেককেই অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন জীবনের নানা স্তরে। আর তাকে এবার সম্মানিত করতে চলেছে ভারত সরকার।
মহারাষ্ট্রের শশী সোনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য মাত্র ১০ হাজার টাকা হাতে নিয়ে ব্যবসায় নামেন। প্রথম ১৯৭১ সালে তিনি নিজের ব্যবসা শুরু করেন। জানা যায়, ১৯৭১ সালে তিনি নিজের সামান্য মূলধন দিয়ে ‘দীপ ট্রান্সপোর্ট’ নামে একটি পরিবহনের ব্যবসা শুরু করেন। তার এই ব্যবসা চলে ১৯৭৫ সাল অবধি। তারপর ১৯৭৫ সালে তিনি খোলেন মুম্বাইয়ের প্রথম এসি সিনেমা হল। মুম্বইয়ের মুলুন্ড এলাকায় :দীপ মন্দির সিনেমা’ নামের এই হলটি খোলেন তিনি, যা চলে ১৯৮০ সাল অবধি। এরপর তিনি নিজের চেষ্টায় মহীশুরে শুরু করেন অক্সিজেন প্ল্যান্টের ব্যাবসা। আর এই ব্যবসা তাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয়।
এরপর ২০০৫ সালে ইজমো লিমিটেড নাম দিয়ে শশীদেবী একটি মার্কেট সলিউশন কোম্পানি তৈরি করেন। এই কোম্পানি বর্তমানে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মতো তিন মহাদেশে হাই-টেক অটোমোটিভ এবং ই-রিটেইলিং সলিউশন দিয়ে আসছে। তবে শুধুমাত্র ব্যবসা নয়, এই ভারতীয় মহিলা ব্যবসায়ী সমাজ কল্যাণের জন্যও অনেক কাজ করেছেন। যার সম্মানস্বরূপ ১৯৯০ সালে, তাকে মহিলা গৌরব পুরস্কার দেওয়া হয়। আর এবার তিনি পাচ্ছেন পদ্ম সম্মান।