একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে রিয়েলমি কোম্পানি। প্রথমে Oppo-র সাব-ব্র্যান্ড হিসেবে বাজারে এলেও একুন স্বনির্ভর একটি ব্র্যান্ড হয়েছে উঠেছে Realme। এখন বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। তবে এবার মিড রেঞ্জে রাজ করতে বাজারে লঞ্চ হচ্ছে এই কোম্পানির একজোড়া মোবাইল। সূত্র মারফত জানা গেছে, শীঘ্রই বাজারে আসবে Realme 12 Pro ও Realme 12 Pro Plus। এখন একনজরে দেখে নিন এই দুটি মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
এখনো কোম্পানি এই দুটি মোবাইল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে একটি লিক প্রতিবেদন থেকে ফাঁস করা হয়েছে মোবাইল দুটির স্পেসিফিকেশন সম্পর্কে। এই প্রতিবেদন অনুযায়ী Realme 12 Pro Plus মোবাইলটিতে ৬.৭ ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক অপশন থাকবে। এই মোবাইলে চিপসেট হিসেবে থাকবে কোয়ালাকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন-২ প্রসেসর।
এছাড়াও এই মোবাইলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সূত্রের খবর, এই ক্যামেরায় ১২০-এক্স জুম সাপোর্ট থাকবে। এছাড়াও ক্যামেরায় অতিরিক্ত ফিচার্স হিসেবে দেওয়া হবে পেরিস্কোপ লেন্স ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এই মোবাইল বাজারে দুটি কালার অপশন আসবে- নেভিগেশন বেইজ ও সাবমেরিন ব্লু। জানা গেছে, এই একজোড়া মোবাইল ২৯ শে জানুয়ারি বাজারে লঞ্চ হবে। দুটি মোবাইলের দাম ২৫ হাজার টাকার কম হবে বলে জানা গেছে।