প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Patanjali: একধাক্কায় কমে যাবে ইলেকট্রিক বিল, মধ্যবিত্তদের বাম্পার সুবিধা দেবে বাবা রামদেবের এই ব্যবস্থা

দিন প্রতিদিন আমাদের মানবসভ্যতা উন্নতির পথে এগিয়ে চলছে। আর এই উন্নতিসাধনের জন্য যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হল প্রযুক্তি। আজকাল প্রায় সব প্রযুক্তিই হল বিদ্যুৎনির্ভর। তাই আজকাল বিদ্যুৎ ছাড়া যেমন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দিন প্রতিদিন আমাদের মানবসভ্যতা উন্নতির পথে এগিয়ে চলছে। আর এই উন্নতিসাধনের জন্য যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হল প্রযুক্তি। আজকাল প্রায় সব প্রযুক্তিই হল বিদ্যুৎনির্ভর। তাই আজকাল বিদ্যুৎ ছাড়া যেমন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন অসম্ভব, তেমনই বিদ্যুৎ ছাড়া আমাদের জনজীবন প্রায় অসম্ভব বললেই চলে। কারণ আমাদের সকলের বাড়িতেই সব ধরিনের নিত্যপ্রয়োজনীয় জিনিস বিদ্যুতে চলে। সেটি বাতি হোক বা পাখা কিংবা রেফ্রিজারেটর কিংবা শীতকালে গরম জলে স্নান করার জন্য গিসার।

আর এইসব কারণে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সমানতালে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এদিকে এখন একটু একটু করে ফুরিয়ে আসছে প্রচলিত শক্তির উৎস। কয়লা থেকে পেট্রোলিয়াম- সবের ভান্ডার দিন দিন শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে। তাই আজকাল অপ্রচলিত শক্তির উৎসের উপর নির্ভর হতে হচ্ছে আমাদের। এক্ষেত্রে সৌরবিদ্যুৎ একটি বিকল্প হতে পারে। কিন্তু এই সৌরবিদ্যুৎ-এর জন্য সোলার সিস্টেম লাগানো যে পরিমানে ব্যয়বহুল, তাতে করে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এটি লাগানো সম্ভবপর হয়না। তবে এবার এই সমস্যার সমাধান করতে মাঠে নামছে পতঞ্জলি। সস্তায় সোলার সিস্টেম পৌঁছে দিতে এবার দারুন একটি পদক্ষেপ নিয়েছে যোগগুরু বাবা রামদেবের এই ব্যবসায়িক সংস্থা।

ভারতীয় বাজারে পতঞ্জলি একটি বেশ নামি ব্যবসায়িক সংস্থা। মূলত বিভিন্ন ধরণের আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করে এই সংস্থা। এর মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরণের খাবার, ওষুধ ও বিভিন্ন ধরণের তেল, সাবান ও শ্যাম্পু। তবে এবার দেশবাসীর ইলেকট্রিক বিলের টেনশন কমাতে সোলার সিস্টেম বাজারে আনতে চলেছে এই সংস্থা। এই সোলার সিস্টেম লাগাতে কিছু টাকা খরচ হলেও লাগানোর পর বিদ্যুতের বিল যে অনেকাংশে কমে যাবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন একনজরে দেখে নিন যে ঠিক কত টাকা খরচ হতে পারে পতঞ্জলির এই সোলার সিস্টেম বাড়িতে ইন্সটল করতে।

সোলার সিস্টেমের মধ্যে পড়ে অনেকগুলি জিনিস। সেগুলি হল সোলার প্যানেল, ইনভার্টার, এসি-ডিসি কনভার্টার এবং আর্থিং তার। আর এই সবগুলি মিলিয়ে বাড়িতে ১ কিলোওয়াটের একটি সোলার সিস্টেম ইন্সটল করতে খরচ হবে ৫৫ থেকে ৬০ হাজার টাকার মতো। এই সোলার সিস্টেম বাড়িতে লাগানো থাকলে সাধারণ রৌদ্রোজ্বল দিনে একটি ছোট বাড়ির সবকিছু এটা থেকেই চালিয়ে নেওয়া যাবে। কারণ এই সিস্টেম ৭০০ ওয়াটের লোড নিতে সক্ষম। তবে এক্ষেত্রে খরচ নির্ভর করবে ব্যাটারির উপর। যেমন ১০০ এমপিয়ারের ব্যাটারি কিনতে গেলে তার দাম পড়বে ১০ হাজার টাকা। এছাড়াও ১৫০ এমপিয়ারের ব্যাটারি কিনলে তার দাম পড়বে ১৫ হাজার টাকা।