বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।
তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্যের একটি জাহাজ নির্মাতা সংস্থা। সম্প্রতি, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একাধিক জার্নিম্যান পদে নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্ট্রাকচারাল ফিটার, ফিটার, ওয়েল্ডার, ক্রেন অপারেটর, মেশিন অপারেটর, মেশিনিস্ট, পাইপ ফিটার, রিগার, ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ইলেকট্রনিক মেকানিক ও ডিজেল মেকানিক পদে নিয়োগ করা হবে। আর এইসব পদের জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। সবথেকে বড় বিষয় হল, এইসব পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে স্বীকৃত কোনও বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এইসব পদের জন্য যোগ্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
এইসব পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই কলকাতা GRSE-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর এই নিয়োগের ট্যাবে ক্লিক ককরে যাবতীয় তথ্য দিয়ে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর ফর্ম ফিলাপ করতে হবে। এক্ষেত্রে মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।তারপর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে নিন। আবেদনের শেষ তারিখ ১৯.০২.২০২৪। তবে নিয়োগ পদ্ধতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
Disclaimer: সব তথ্য যাচাই করে তবেই আবেদন করুন। কোনরূপ প্রতারণার দায়ভার বহন করে না Hoophaap।