প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Job Vacancy: স্নাতক ডিগ্রি থাকলেই কেন্দ্রীয় সরকারি চাকরি! জেনে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, স্টাইপেন্ডারি ট্রেনি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি, একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। স্টাইপেন্ডারি ট্রেনি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তবে এর মধ্যে কোন পদে কত জনকে নিয়োগ করা হবে, তা জানা যায়নি।

◆ শিক্ষাগত যোগ্যতা: দুটি পদের জন্য আলাদা স্নাতক ডিগ্রির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এছাড়াও মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও রাশিবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। প্রতি ক্ষেত্রেই ডিগ্রি কোর্স বা ডিপ্লোমায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীকে।

◆ নিয়োগ পদ্ধতি: এই দুটি পদের জন্যই লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। জানা গেছে, লিখিত পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট কিংবা অপটিক্যাল মার্ক রেকগনিশন-এর মাধ্যমে নেওয়া হবে। দেড় ঘন্টা সময়ের মধ্যে ১০০টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই প্রার্থীদের বাছাই হবে।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মোবাইল নম্বর, ইমেল আইডির প্রতিলিপি জমা দিতে হবে। ২৪ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।