প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Solar Energy: রামলালার ‘উর্জা’ থেকেই মিটবে বিদ্যুৎ-সংকট! দেশের ১ কোটি পরিবার বিনামূল্যে পাবে সোলার সিস্টেম

সোমবার রামরাজ্য অযোধ্যায় প্রত্যাবর্তন ঘটল ভগবান রামের। রামলালা রূপেই তিনি জন্মভূমিতে প্রতিষ্ঠিত হলেন। রামলালার মূর্তিকে দেখলেই মনে হবে একটি বছর পাঁচেকের বালক। অবয়ব জুড়ে তার শৈশবের ছোঁয়া, চোখে শান্ত ভাব,…

Published By: Debaprasad Mukherjee | Published On:

সোমবার রামরাজ্য অযোধ্যায় প্রত্যাবর্তন ঘটল ভগবান রামের। রামলালা রূপেই তিনি জন্মভূমিতে প্রতিষ্ঠিত হলেন। রামলালার মূর্তিকে দেখলেই মনে হবে একটি বছর পাঁচেকের বালক। অবয়ব জুড়ে তার শৈশবের ছোঁয়া, চোখে শান্ত ভাব, মুখে স্মিত হাসি। আর এই অবয়বকে সাজানো হয়েছিল রাজপুত্রের সাজে। সোমবার বেলা ১২ টা বেজে ২৯ মিনিটের মাহেন্দ্রক্ষণে প্রধান যজমান হিসেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাস্ত্রমতে অর্ঘ্য দানের মাধ্যমে মূর্তিতে প্রানের প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী।

শ্যমশিলা নির্মিত রামলালার এই মূর্তিতে খোদাই করা হয়েছে ভগবান বিষ্ণুর ১০ অবতারের পটচিত্রকে। তাদের মধ্যে রাম হলেন সপ্তম অবতার। ত্রেতা যুগে অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথের জৈষ্ঠ্য সন্তান হলেন রামচন্দ্র। এদিন প্রধানমন্ত্রী তাই রামের বর্ণনা দিতে গিয়ে বলেন, “রাম ভারতের আস্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ । রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যপক। রাম বিশ্বাস। রাম বিশ্ব আত্মা।”

একইসঙ্গে মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, “রাম আগুন নন, রাম হলে উর্জা। রাম হলেন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাধান।” তাই এবার রামের এই উর্জাকে কাজে লাগিয়ে দেশের বিদ্যুৎ সংকটের সমাধান খুঁজতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র সূচনা করেন। জানা গেছে, এই যোজনার মাধ্যমে দেশে বেশি পরিমাণে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চালানো হবে। এর জন্য দেশের ১ কোটি গরিব ও মধ্যবিত্ত বাড়িতে সোলার প্যানেল ও সিস্টেম স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রাম মন্দির উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বুঝিয়ে দিলেন যে সূর্যবংশীয় রামলালার মন্দির স্থাপনাই নয়, রামের শক্তির উৎস সূর্যদেবের মাধ্যমে এবার বিদ্যুতের দাম কমিয়ে আনবে ভারত। এই মর্মে তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “বিশ্বের সব ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে, আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব ‘সোলার রুফ টপ সিস্টেম’ (সৌরবিদ্যুতের প্যানেল) থাকা উচিত।” তিনি আরো যোগ করেন, “অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল, আমাদের সরকার দেশের কোটি বাড়িতে ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ খরচই কমাবে না, ভারতকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে”।