ভারতে ট্রেন হল এমন একটি পরিষেবা, যার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের রোজকার জীবনযাপন চলে। অনেকের কাছে আবার রোজগারের আধান এই ট্রেন। তাজ ট্রেন বাতিল হলে অনেকেরই যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাস বা অন্য যানবাহনের উপর ভরসা করতে হয়, তেমনই আবার হকারদের পেটে পড়ে টান। আর সপ্তাহান্তে ট্রেন বাতিল এখন নতুন কিছুই নয়। বিগত কয়েকটি সপ্তাহের শনিবার ও রবিবার ধরেই রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। আর এতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধ্বরণ মানুষ।
তবে এবার শনিবার বা রবিবার নয়, প্রায় দু’মাস ধরে ট্রেন চলাচল প্রভাবিত হবে হাওড়া ডিভিশনে। জানা গেছে, হাওড়া থেকে বর্ধমান জেওয়ার মেন লাইন ও কর্ড লাইনে আগামী ২ মাস ধরে ট্রেন চলাচল ব্যাহত হবে। জানা গেছে, ১৫ ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বালির লাইনের কাজ। এই কাজ চলবে আগামী ২২ জুন পর্যন্ত। টসি এই দিনগুলোতে রেল সেতুর রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে। এর কারণে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে ব্যান্ডেল হয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে রেল। এখন দেখে নিন কোন ট্রেনের যাত্রাপথে কি পরিবর্তন হবে আগামী দু’মাস।
● ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস: দূরপাল্লার এই ট্রেনটি আগামী ১৫ এপ্রিল থেকে ব্যান্ডেল দিয়ে ঘুরে বর্ধমানে গিয়ে পৌঁছাবে।
● ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস: এই দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও প্রভাবিত হবে আগামী ২২ জুন অবধি। এই ট্রেনটি ১৫ এপ্রিল থেকে ব্যান্ডেল দিয়ে ঘুরে বর্ধমান যাবে।
● ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস: এই দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও পরিবর্তন হচ্ছে আগামী ১৫ এপ্রিল থেকে। এইদিন থেকে ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
● ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু: দূরপাল্লার পাশাপাশি এই প্যাসেঞ্জার ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৫ এপ্রিল থেকে।
● ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস: এই ট্রেনের যাত্রাপথে পরিবর্তন করা হয়নি। তবে ১৫ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ৭৫ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছবে।
● ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস: এই ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়নি। তবে আগামী দু’মাস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছবে।