প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Railway Job: মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলের চাকরি, রাজ্যের ১৯ স্টেশনে নিয়োগ করছে রেল

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রেল। এবার রাজ্যের একাধিক স্টেশনে নিয়োগ করবে রেল। মাধ্যমিক পাস করা পুরুষ ও মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বলা ভালো, এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো উর্দ্ধসীমা নেই। এই পদের জন্য অফলাইনে করা যাবে আবেদন। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিশিয়ান Station Ticket Booking Agent বা STBA পদে নিয়োগ হবে। আর এই নিয়োগ করা হবে হাওড়া ডিভিশনের পূর্ব রেলের অন্তর্গত ১৯ টি স্টেশনে। তবে এক্ষেত্রে নিয়োগের পর কোনো স্থায়ী বেতন পাবেন না প্রার্থীরা। কমিশনের ভিত্তিতে হিসেব করা হবে বেতনের অঙ্কটা।

◆ শিক্ষাগত যোগ্যতা: উল্লিখিত পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।

◆ বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ সালের হিসেবে প্রার্থীর নূন্যতম বয়স ১৮ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে বয়সের কোনো উর্দ্ধসীমা রাখা হয়নি।

◆ আবেদন পদ্ধতি: অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তার জন্য সবার আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদের জন্য ফরম ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে প্রিন্ট করিয়ে জমা দিতে হবে সব নথি সহ। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা Divisional Commercial Manager, eastern Railway, Howrah, Yatri Niwas Building, 3rd Floor, Howrah 711101। আবেদনের শেষ তারিখ জেনে নিন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।