প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Scheme: লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি টাকা! মহিলাদের এই স্কিমে ১২ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র

ক্ষমতায় আসার পর থেকেই পিছিয়ে পড়া মানুষদের জন্য নানা জনদরদী প্রকল্পের সূচনা ঘটিয়েছে মোদি সরকার। কারিগরী শিক্ষার বিষয়েও বেড়েছে গুরুত্ব। সেই জন্য নানারকম ঋণ প্রদান ও প্রশিক্ষণ প্রদান সহ অর্থ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ক্ষমতায় আসার পর থেকেই পিছিয়ে পড়া মানুষদের জন্য নানা জনদরদী প্রকল্পের সূচনা ঘটিয়েছে মোদি সরকার। কারিগরী শিক্ষার বিষয়েও বেড়েছে গুরুত্ব। সেই জন্য নানারকম ঋণ প্রদান ও প্রশিক্ষণ প্রদান সহ অর্থ সাহায্যের স্কিম লঞ্চ করা হয়েছে। ভারতের পারিবারিক কলাকে বাঁচিয়ে রাখতে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প একটি যুগান্তকারী উদ্যোগ। ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই যোজনা কিছুমাস আগেই অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পের সূচনার ঘোষণা তার বাস্তবায়নের মঞ্চ তৈরি করেছে।

প্রথাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সমর্থন করার জন্য এই প্রকল্পকে সাজিয়ে তোলা করা হয়েছে। এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল স্থানীয় শ্রমিকদের জন্য যারা গ্রামীণ অর্থনীতির সিংহভাগ চালনায় সহায়ক ভূমিকা পালন করছেন তাদের নূন্যতম শর্তে ঋণ প্রদান করা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এই স্কিমের লঞ্চের সময়, প্রায় ৪০ লক্ষ কারিগরদের পরিবারকে উপকৃত করার সম্ভাবনার কথা তুলে ধরেন৷ বর্তমানে রি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কাঠমিস্ত্রি, নৌকা তৈরির মিস্ত্রি, কামার, তালা তৈরির কারিগর, মৃৎশিল্পী, স্বর্ণকার, নাপিত, সেলাই, রাজমিস্ত্রি এবং মালা তৈরির কারিগররা। তবে এবার মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম লঞ্চ করলো সরকার।

ভারতে যেহেতু এখনো অনেক মহিলা আর্থিকভাবে স্বনির্ভর নয়, তাদের হাত শক্ত করতে এবার পিএম বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত একটি বিশেষ স্কিম চালু করেছে মোদি সরকার। আর এই স্কিমটি হল সেলাই মেশিন স্কিম। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এই স্কিমের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করা হয়। তবে শুধুমাত্র মহিলারাই এই স্কিমের আওতায় সুবিধা পাবেন। এক্ষেত্রে, সূচনা পর্বে দেশের ৫০ হাজার মহিলাকে এই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। এই স্কিমের আওতায় প্রশিক্ষণের পর মহিলাদের সেলাই মেশিন কেনার জন্য এককালীন ১২ হাজার টাকা দেওয়া হবে।

এবার প্রশ্ন হচ্ছে এটাই যে এই স্কিমের জন্য কিভাবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে এই স্কিমের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য মোবাইল বা ল্যাপটপ থেকে খুলতে হবে পিএম বিশ্বকর্মা যোজনার অনলাইন পোর্টাল। সেখানেই সব নথি নির্ভুলভাবে দিয়ে আবেদন করতে হবে। এবার আবেদনকারীকে নির্দিষ্ট তারিখ ও ঠিকানায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নেওয়া সম্পুর্ন হয়ে গেলে তারপর এই প্রকল্পের আওতায় সেলাই মেশিন কেনার জন্য ১২ হাজার টাকা দেওয়া হবে মহিলাদের।