প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Summer Vacation: ভোটে পোয়া-বারো স্কুল পড়ুয়াদের, প্রকাশিত হল গরমের ছুটির তালিকা, বাড়লো ক’দিন!

ইতিমধ্যে গ্রীষ্মের সূচনা ঘটে গিয়েছে বাংলার বুকে। দিন দিন বাড়ছে তাপমাত্রা। আর কয়েকদিন পরেই চাঁদিফাটা গরমে পুড়বে রাজ্য। এদিকে গ্রীষ্মের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হাতে গোনা মাত্র…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ইতিমধ্যে গ্রীষ্মের সূচনা ঘটে গিয়েছে বাংলার বুকে। দিন দিন বাড়ছে তাপমাত্রা। আর কয়েকদিন পরেই চাঁদিফাটা গরমে পুড়বে রাজ্য। এদিকে গ্রীষ্মের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হাতে গোনা মাত্র কয়েকটি দিনই বাকি রয়েছে। তারপরেই বিশ্বের লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে। ইতিমধ্যে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই মতো নির্বাচনী বিধি লাগু হয়েছে দেশে। এর মাঝে গরমের ছুটি নিয়ে বড় আপডেট জানিয়ে দিল রাজ্যের শিক্ষা দফতর। ভোটের কারণে এবার আগেই গরমের ছুটি পড়ে যাবে রাজ্যে।

সম্প্রতি, গরমের ছুটির বিষয়ে আপডেট জানাতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কোন তারিখ থেকে এবং কত দিনের জন্য স্কুল বন্ধ থাকবে, তা জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। ছুটি থাকবে ২ জুন অবধি। অর্থাৎ, যেখানে সাধারণত ১০ দিন গরমের ছুটি দেওয়া হয় রাজ্যের স্কুলগুলিতে, সেখানে এবছর ১২ দিন বাড়তি ছুটি দেওয়া হচ্ছে। অর্থাৎ, এবছর মোট ২২ দিন গরমের ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলিতে। তবে শুধু স্কুল নয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের কাজকর্ম হবে, সেখানেই লাগু থাকবে এই ছুটি। এখন একনজরে দেখে নিন কবে কোন জায়গায় ছুটি থাকছে।

● ১৯ এপ্রিল (শুক্রবার): প্রথম দফায় ভোটগ্রহণ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার।

● ২৬ এপ্রিল (শুক্রবার): দ্বিতীয় দফায় ভোটগ্রহণ রায়গঞ্জ, দার্জিলিং ও কালিম্পং।

● ৭ মে (মঙ্গলবার): তৃতীয় দফায় ভোটগ্রহণ মালদহ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর।

● ১৩ মে (সোমবার): চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল ও বহরমপুর।

● ২০ মে (সোমবার): পঞ্চম দফায় ভোটগ্রহণ হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, উলুবেড়িয়া, আরামবাগ এবং বনগাঁ।

● ২৫ মে (শনিবার): ষষ্ঠ দফার ভোটগ্রহণ বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল ও তমলুক।

● ১ জুন (শনিবার): সপ্তম দফায় ভোটগ্রহণ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, জয়নগর, বসিরহাট, ডায়মন্ড হারবার ও মথুরাপুর।