প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Scheme: যেকোনো রোগের চিকিৎসায় ৫ লাখ দিচ্ছে সরকার, বিপিএল কার্ড থাকলেই মিলবে

ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর। দেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের। আর এভাবেই দেশের নাগরিকদের খাদ্যের নিরাপত্তার বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে কেন্দ্র ও সব রাজ্য সরকারগুলি।

তবে সবার রেশন কার্ডের সঙ্গে আরও একটি কার্ড দেশবাসীকে উপহার দিতে চলেছে মোদি সরকার। আর সেটি হল আয়ুষ্মান কার্ড। রেশন, পেনশন, চাকরি, শিক্ষা, আবাসন ইত্যাদি প্রকল্পের পাশাপাশি এবার স্বাস্থ্য প্রকল্প চালু করতেও অগ্রণী ভূমিকা নিয়েছে কেন্দ্র। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্প বা AB-PMJAY এই প্রকল্পের নাম। এই প্রকল্পে জেসন নাগরিকদের নাম নথিভুক্ত থাকে, তাদের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়। সম্প্রতি, আয়ুষ্মান কার্ড নিয়ে এক বড় আপডেট এসেছে সরকারের পক্ষ থেকে, যা প্রতিটি দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি খবর হতে চলেছে।

জানা গেছে, কেন্দ্রের এই আয়ুষ্মান যোজনা হল মূলত একটি স্বাস্থ্যবীমা যোজনা। এই কার্ড থাকলেই ৫ লক্ষ টাকা অবধি মেডিক্লেমের সুবিধা পাবেন নাগরিকরা। তবে সকলে এই সুবিধা পাওয়া যাবেনা। কেন্দ্র এই বিষয়ে জানিয়েছে যে, শুধুমাত্র অন্ত্যোদয় কার্ডধারী এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রকল্পের অধীনে রেশন কার্ডে অন্তর্ভুক্ত সমস্ত প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান কার্ড করিয়ে দেওয়া হবে।

কেন্দ্রের তরফে জানা গেছে, এবার থেকে এই বিশেষ কার্ড তৈরির জন্য সমস্ত রেশন দোকানে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এর জন্য জোরকদমে শুরু হচ্ছে প্রচার। আর যোগ্য নাগরিকদের এই আয়ুষ্মান কার্ড তৈরির জন্য সাহায্য করবেন আশা কর্মীরা। গ্রামাঞ্চলের ক্ষেত্রেও এইসব কাজ করবেন তারা, শহরাঞ্চলেও তাদের মাধ্যমেই এই ক্যাম্প আয়োজিত হবে বলে জানা গেছে। এই বিষয়ে শীঘ্রই কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।