প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ramlala: প্রকাশ্যে এল রামলালার দৈবরূপ! বাড়িতে বসেই সেরে নিন দর্শন

বহু প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রী রাম। রামলালার রূপেই মন্দিরের গর্ভগৃহে স্থান পেলেন প্রভু। আজই মন্দিরে নানা উপাচারের মাধ্যমে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বহু প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রী রাম। রামলালার রূপেই মন্দিরের গর্ভগৃহে স্থান পেলেন প্রভু। আজই মন্দিরে নানা উপাচারের মাধ্যমে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়। এই পবিত্র সময় স্থায়ী হয় বেলা ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করেন প্রধানমন্ত্রী। ‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ সেকেন্ডে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে।

সোমবার এই শুভদিন বেলা ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান চলে বেলা ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য সাড়ে ১০টার মধ্যেই অযোধ্যা পৌঁছে গিয়েছেন। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছান সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ। তারপর সমাল ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যান প্রধানমন্ত্রী। বেলা ১২টার পরে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। জানা গেছে, এই মুহূর্তে রামমন্দিরের ভিতরেই রয়েছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার প্রধান মোহন ভগবতও।

এদিন মোহময় রাজবেশে সাজানো হয়েছে রামলালার মূর্তিকে। চোখ থেকে সরানো হয়েছে হলুদ কাপড়ের বেষ্টনী। রামলালার মূর্তির চারপাশে রয়েছে ফুলের অনন্য সাজ। সেই সঙ্গে সোনার মুকুট রয়েছে প্রভু রামের মস্তকদেশে। একইসঙ্গে মূর্তির সারা শরীর জুড়ে রয়েছে সোনার গয়নার সাজসজ্জা। আর এই রূপেই মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা। ঠিক যেন বছর পাঁচেকের এক শিশু রাজবেশে প্রকাশিত হয়েছেন। কয়েকদিন আগেই এই মূর্তির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে সেই ছবিতে প্রভু রামের মূর্তিতে কোনো সাজসজ্জা ছিল না। কিন্তু প্রাণ প্রতিষ্ঠার দিন প্রভুর সাজসজ্জা দেখেই অবাক হতে হয়।

দক্ষিণ ভারতের প্রখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তিটি নির্মাণ করেছেন। জানা গেছে, ৪.২৪ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া এই মূর্তির ওজন ২০০ কিলোগ্রাম। তবে এই মূর্তির কয়েকটি বিশেষত্ব রয়েছে। পদ্মের উপর দাঁড়িয়ে থাকা এই মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিকচিহ্ন, ওঁ-চিহ্ন, চক্র ও গদা চিহ্ন। এছাড়াও মূর্তির একেবারে শীর্ষে রয়েছে সূর্যের ছবি। এছাড়াও রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছেন দশাবতার। মূর্তির ডানদিকে রয়েছে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। মূর্তির বাঁদিকে রয়েছে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নীচে রয়েছে। হনুমান, একদিকে গরুড়।