প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Kangana Ranaut: ভোটের আগেই গ্যারেজে কোটি টাকার গাড়ি, বিজেপি প্রার্থী কঙ্গনার নতুন গাড়িটি দেখেছেন!

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই লোকসভা নির্বাচন শুরু হচ্ছে দেশজুড়ে। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোট শুরু হচ্ছে। সাত দফায় হবে ভোটগ্রহণ। বেশ কয়েকসপ্তাহ আগেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই লোকসভা নির্বাচন শুরু হচ্ছে দেশজুড়ে। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোট শুরু হচ্ছে। সাত দফায় হবে ভোটগ্রহণ। বেশ কয়েকসপ্তাহ আগেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে। তাই হাতে যেহেতু আর বেশিদিন সময় নেই তাই প্রচারের ময়দানে খামতি রাখতে নারাজ সবকটি রাজনৈতিক দল। ইতিমধ্যে সব দল নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। আর নিজ নিজ কেন্দ্রে পুরোদমে ভোটের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী, সবাই প্রচারে নেমেছেন ইতিমধ্যে। এদিকে প্রকাশিত সব এক্সিট পোলে সার্বিক ফলাফলে বিজেপির জয়লাভের ছবিটা স্পষ্ট হয়েছে।

আর এবার বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। যেমন পর্দার রাম অরুণ গোভিল এবার বিজেপির টিকিটে ভোটে লড়ছেন, সেভাবেই এবার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই বছরই তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখেন। এর তারপরেই তাকে লোকসভা নির্বাচনের টিকিট দেয় বিজেপি। হিমাচল প্রদেশ রাজ্যের মন্ডি লোকসভা কেন্দ্র থেকে পদ্ম চিহ্নে লড়াই করবেন অভিনেত্রী। আর সেই কারণেই এই এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী।

তবে ভোটের ক্যাম্পেন শুরু করতেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। আর এবার বিতর্ক বাড়িয়ে কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী। জানা গেছে, সম্প্রতি মার্সিডিজ মেব্যাক এস ৬৮০ মডেলের একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিনেত্রী। রবিবার মুম্বইয়ে এই গাড়ির সঙ্গে লেন্সবন্দি হন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, কঙ্গনার এই নতুন গাড়িটি মার্সিডিজ বেঞ্জ কোম্পানির সব মডেলের মধ্যে অন্যতম। এই গাড়িতে রয়েছে ইলেকট্রনিক স্লাইডিং প্যানোরামিক সানরুফ, ১২.৩ ইঞ্চি ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে, নানা রকমের আলোর ব্যবস্থা, সর্বোত্তম বিলাসিতা, সিট ম্যাসাজ, হট ও কুলিং ফাংশন এবং একটি ফ্রিজ। বর্তমান বাজারে এই গাড়িটির দাম ২.৪৩ কোটি টাকা।

জানা গেছে, এটি কঙ্গনার দ্বিতীয় বিলাসবহুল ও দামি গাড়ি। কারণ এর আগে অভিনেত্রীর কাছে ছিল মার্সিডিজ মেব্যাক এস ৬৮০-র একটি পুরানো মডেল যার দাম ছিল ৩.৬ কোটি টাকা। এছাড়াও অভিনেত্রীর কাছে রয়েছে একটি বিএমডব্লিউ-৭ সিরিজ ৭৩০-এলডি, একটি মার্সিডিজ জিএলই-৩৫০-ডি এসিউভি এবং একটি অডি কিউ-৩ গাড়ি। এর পাশাপাশি মুম্বইতে অভিনেত্রীর দুটি সম্পত্তি রয়েছে। বি-টাউনে কঙ্গনার সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হল একটি অফিস এবং একটি বাড়ি।