প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

TV Problems: চ্যানেল উড়ে যাচ্ছে স্মার্ট টিভি থেকে! এই উপায়ে নিজেই ঠিক করুন এই সমস্যা

আজকালকার প্রজন্মের কাছে বিনোদন এসেছে হাতের মুঠোয়। কারণ আজকাল মুঠোফোনে বন্দি হয়েছে গোটা জগৎ। সেখানেই নিজের পছন্দমতো বিনোদনের বিষয় বেছে নিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কয়েকঘন্টা সময়। বাড়িতে হোক কিংবা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকালকার প্রজন্মের কাছে বিনোদন এসেছে হাতের মুঠোয়। কারণ আজকাল মুঠোফোনে বন্দি হয়েছে গোটা জগৎ। সেখানেই নিজের পছন্দমতো বিনোদনের বিষয় বেছে নিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কয়েকঘন্টা সময়। বাড়িতে হোক কিংবা বাইরে কোথাও, মানুষের হাতে মোবাইল আজকাল সর্বত্র লক্ষ্য করা যায়। তবে এই বিষয়টি কমবয়সীদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। তবে বিগত প্রজন্মের কিছু মানুষ এখনো নিজেদের সেই অর্থে ‘আপগ্রেড’ করতে পারেননি। তাই ডিজিটাল যুগেও অনেকেই বিনোদনের ক্ষেত্রে টেলিভিশনের উপর নির্ভরশীল।

তবে এই টেলিভিশনও আজকাল উন্নত হয়েছে। তাই যখন বাজারে দেখলেই চোখে পড়ে স্মার্ট টিভি। ইন্টারনেট সংযোগ থেকে শুরু আরো অন্যান্য সুবিধা পাওয়া যায় এইসব স্মার্ট টিভিতে। কিন্তু স্মার্ট টিভির আবার কিছু সমস্যাও রয়েছে। অনেকেই সহজে এসব সমস্যা ঠিক করতে পারেন না। তাই মেকানিক ডেকে ঠিক করতে হয়। তবে এই নিবন্ধে এমন কয়েকটি সাধারণ সমস্যার সহজ সমাধান দেওয়া হল।

● নো সিগন্যাল বা উইক সিগন্যাল: স্মার্ট টিভিতে এই সমস্যা হামেশাই হয়ে থাকে। তবে এটিকে ঠিকও করা যায় সহজে। তার জন্য প্রথমেই টিভির কানেকশন যাচাই করে দেখুন। তাতে ঠিক না হলে ইনপুট বা সোর্স সেটিংস যাচাই করতে হবে। প্রয়োজনে টিভি ও সেট-টপ বক্সকে রিস্টার্ট করতে হবে। এতে সমস্যা ঠিক হয়ে যাবে।

● সাউন্ড সমস্যা: টিভির সাউন্ডে সমস্যা হলে সেটিকেও সহজে ঠিক করা যাবে। এর জন্য টিভির সাউন্ড সেটিংস খুলে দেখতে হবে সেখানে সবটা ঠিকঠাক আছে কিনা। এরপর টিভির বাইরের সাউন্ড ইনপুট ও আউটপুটের পয়েন্টগুলি একবার খুলে লাগাতে হবে। এতে অনেকসময় ঠিক হয়ে যায় সাউন্ডের সমস্যা।

● ইন্টারনেট সমস্যা ও স্লো সিস্টেম: টিভিতে ইন্টারনেট সমস্যা হলে লাগানো রাউটারটিকে একবার রিস্টার্ট করতে হবে। এছাড়াও টিভির সঙ্গে ইন্টারনেট সংযোগের পয়েন্টগুলিকে রকবার খুলে লাগাতে হবে। তবে স্লো সিস্টেমের সমস্যা থেকে মুক্তি পেতে টিভির সেটিংসে গিয়ে সব কুকিজ ক্লিয়ার করতে হবে।

● চ্যানেল উড়ে যাওয়া: টিভির অনেক চ্যানেল অনেকসময় উড়ে যায়। পছন্দের চ্যানেল এভাবে অদৃশ্য হয়ে গেলে সবারই সমস্যা হয়। তবে এটিকে নিজেই ঠিক করতে পারবেন। এর জন্য চ্যানেল স্ক্যানের কাজটি আরেকবার করে ফেলতে হবে সেটিংসে গিয়ে।