আজ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এই মুহূর্তে ভারতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অযোধ্যা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালক মোহন ভগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও এই অনুষ্ঠানে ভারতীয় আধ্যাত্মবাদ, ধর্ম, সম্প্রদায়, উপাসনা পদ্ধতি, ঐতিহ্যের সমস্ত প্রতিষ্ঠানের আচার্যেরা উপস্থিত থাকবেন। পাশাপাশি, এই অনুষ্ঠানে থাকবেন ১৫০-এরও বেশি বিভিন্ন মত-পন্থের সাধু-সন্ন্যাসী এবং ৫০-এরও বেশি আদিবাসী, জনজাতি শ্রেণির শীর্ষ নেতৃত্ব।
যদিও গত সপ্তাহের মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে রামলালার অভিষেক অনুষ্ঠান। গত এক সপ্তাহ ধরেই রাম মন্দিরে চলছে দ্বাদশ অধিবাস রীতি। গত ২০ জানুয়ারি সকালে একজোড়া অধিবাস হয়। সেগুলি হল শর্করাধিবাস ও ফলাধিবাস। ওইদিন বিকেলেই সম্পন্ন হয় পুষ্পধিবাস। এরপর ২১ জানুয়ারি সকালে হয় মধ্যধিবাস এবং বিকেলে হয় সহ্যধিবাস। জানা গেছে, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের পূর্বে ১২১ জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করেছেন। সমস্ত বিষটির দেখাশোনা করেছেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাঁকে সহায়তা করেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত।
আর এই সমস্ত উপাচার সম্পন্ন হওয়ার পর আজ সেই মাহেন্দ্রক্ষণে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা। আর এই পুরো কাজটি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন একনজরে দেখে নিন সেই অনুষ্ঠানের কিছু সময়সূচি।
● সকাল ১০.২৫: অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান
● সকাল ১০.৪৫: প্রধানমন্ত্রী পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে
● সকাল ১০.৫৫: প্রধানমন্ত্রী যাবেন রাম জন্মভূমিতে
● বেলা ১২.০৫ থেকে ১২.৫৫: রামলালার প্রাণপ্রতিষ্ঠা
● বেলা ১২.৫৫: পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী
● দুপুর ০১.০০: প্রধানমন্ত্রী যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান।
● দুপুর ০২.১০: কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ু মন্দিরে পুজো দেবেন।
উল্লেখ্য, গত শুক্রবার গর্ভগৃহে বসানো হয় রামলালার ভব্য মূর্তিকে। বৃহস্পতিবার, ভোর রাতে রামলালার এই মূর্তিকে আনা হয় মন্দিরে। তারপর নানা পূজাপাঠ ও মহাযজ্ঞের পর এই মূর্তিকে বসানো হয় মন্দিরের গর্ভগৃহে। দক্ষিণ ভারতের প্রখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তিটি নির্মাণ করেছেন। জানা গেছে, ৪.২৪ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া এই মূর্তির ওজন ২০০ কিলোগ্রাম।