শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি নিয়োগকারী দফতর। সম্প্রতি, স্টাফ সিলেকশন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। পরীক্ষায় পাশ করলেই হবে নিয়োগ। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী দেশব্যাপী মোট ৯৬৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, কেন্দ্রের বিভিন্ন বিভাগ, মন্ত্রক এবং পরিষেবা ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। এক্ষেত্রে নিয়োগ হবে বর্ডার রোডস অর্গানাইজেশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার কমিশন ইত্যাদি দফতরে। এই পদে নিয়োগের পর বেতন হবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা অবধি।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যেসব পদের জন্য পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদন করতে হলে আবেদনকারীর জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
◆ বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী এক্ষেত্রে বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
◆ নিয়োগ পদ্ধতি: এই পদে শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা দিয়ে পাশ করলেই হবে নিয়োগ। আগামী ৪ থেকে ৬ ই জুন নেওয়া হবে এই পরীক্ষা।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রথমেই প্রার্থীর রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। শেষমেষ আবেদন ফি জমা দিলেই হয়ে যাবে আবেদন। এক্ষেত্রে শুধুমাত্র অসংরক্ষিত শ্রেণীর পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। বাকিদের ক্ষেত্রে বিনামূল্যে হবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১৯.০৪.২০২৪।