ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। কিন্তু জ্বালানি তেলের বাড়তে থাকে দাম অনেককেই এলহন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে চালিত করছে। আর এই কারণে এখন ভারতে ছোট বা বড় নানা ধরণের ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে দিন দিন। তবে এখনো পেট্রোল ইঞ্জিনের চার চাকা গাড়ির চাহিদা বাজারে কমেনি।
এদিকে SUV বা বড় গাড়ির বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে Mahindra। এই তালিকায় কিছু সময় আগে এন্ট্রি নিয়েছে Tata-ও। তবে এবার একটি নতুন গাড়ি নিয়ে তালিকায় নিজেদের কর্তৃত্ব কায়েম করতে মরিয়া Maruti Suzuki-ও। আর এই বাংলা নববর্ষের প্রাক মরশুমে এই নির্মাতা কোম্পানিটি ক্রেতাদের দারুন সব ছাড় দিচ্ছে। এখন সুজিকি কোম্পানির একাধিক গাড়িতে মিলছে হাজার হাজার টাকার ছাড়। কোন গাড়িতে কত টাকার ছাড় মিলছে, জেনে নিন এই নিবন্ধ থেকে।
● Maruti Suzuki Grand Vitara: মারুতি সুজুকি কোম্পানির গ্র্যান্ড গাড়িটি হল অন্যতম বেস্টসেলার। আর এবার এই মডেলের একটি বিশেষ ভ্যারিয়েন্টে মিলছে ৭৯ হাজার টাকা অবধি ছাড়ের সুবিধা। মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়িটির হাইব্রিড মডেলটি এখন কিনলে পেয়ে যাবেন এই অতিরিক্ত ছাড়ের সুবিধা। কোম্পানির দাবি এই গাড়িটির উপর এখন ২৫ হাজার টাকার ডিরেক্ট নগদ ছাড়, ৫৯ হাজার টাকা অবধি এক্সচেঞ্জ বোনাস এবং ৪ হাজার টাকা অবধি কর্পোরেট ছাড় মিলছে। অর্থাৎ সব মিলিয়ে এই গাড়ির উপর ভালো ছাড় চলছে এই মুহূর্তে। তাই বাংলা নববর্ষে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই মডেলটি দেখতে পারেন।
● Maruti Suzuki Fronx: মারুতি সুজুকির আধুনিক কিছু গাড়ি মডেলের মধ্যে অন্যতম হল মারুতি সুজুকি ফ্রনক্স। এই গাড়িটির টার্বো-পেট্রোল ভ্যারিয়েন্টে এই মুহূর্তে ৬৮ হাজার টাকা অবধি ছাড় পাওয়া যাচ্ছে। কোম্পানির দাবি এই সময় ক্রেতা এই গাড়িটি কিনলে পেয়ে যাবেন ১৫ হাজার টাকার নগদ ছাড়, ৩০ হাজার টাকার ভেলোসিটি সংস্করণ আনুষঙ্গিক কিট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ১৩ হাজার টাকার কর্পোরেট ছাড়। তাই বাংলা নববর্ষের আগে গাড়ি কেনার কথা ভাবলে এই বিকল্পটি দেখতে পারেন।