প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের বাড়তি সুবিধা, রাজ্য পুলিশের সঙ্গে অস্থায়ী সিভিকরাও পাবেন

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে রাজ্যের বুকে সিভিক ভলান্টিয়ারের পদ তৈরি করেন। সিভিক ভলান্টিয়ার হল এমন একটি পদ, যা প্রশাসনিক স্তরে একদিকে যেমন পুলিশকে সাহায্য করে ব্যাপকভাবে, তেমনই আবার অন্যদিকে এই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে রাজ্যের বুকে সিভিক ভলান্টিয়ারের পদ তৈরি করেন। সিভিক ভলান্টিয়ার হল এমন একটি পদ, যা প্রশাসনিক স্তরে একদিকে যেমন পুলিশকে সাহায্য করে ব্যাপকভাবে, তেমনই আবার অন্যদিকে এই পদ রাজ্যের বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। কারণ সহজ যোগ্যতার মাপকাঠিতে বিচার করে কোনরূপ পরীক্ষা না নিয়ে এই পদে নিয়োগ করে রাজ্য সরকার। আর এবার এই সিভিক পুলিশের পদ নিয়ে এল এমন একটি আপডেট, যা শুনলে খুশিতে লাফিয়ে উঠবেন সব সিভিক কর্মীরা।

রাজ্য পুলিশের একটি সুবিধা এবার পেতে চলেছেন সিভিক ভলান্টিয়াররাও। জানা গেছে, এবার তাদের পুলিশ ক্যান্টিন তর্কে জিনিসপত্র কেনাকাটার সুবিধা দেওয়া হতে পারে। অর্থাৎ, রাজ্য পুলিশের কর্মীরা যে ক্যান্টিন থেকে কম দামে গৃহস্থালির ব্যবহৃত নানা জিনিসপত্র কিনতে পারেন, এবার সেই সুবিধা পেতে চলেছেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররাও। যেহেতু রাজ্যের এই ধরণের কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা কম, তাই তাদের পকেট থেকে চাপ কমাতে এবার নবান্নের সঙ্গে বৈঠকে বসলো রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

তবে এই বিষয়টি চালু করার বিষয়ে নানা জটিলতা রয়েছে। একদিকে যেমন রাজ্য পুলিশের প্রতিটি পদ স্থায়ী। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারের পদটি হল একটি অস্থায়ী পদ। তাই এই অস্থায়ী পদের কর্মীদের কিভাবে এই সুবিধা দেওয়া যায়, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও বিষয়টিকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলেও খবর মিলেছে। এক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের আলাদা করে ক্যান্টিন কার্ড দেওয়ার বিষয়েও একটি প্রস্তাব সামনে এসেছে বলে জানা গেছে। এই বিষয়ে শীঘ্রই আসতে পারে বড়সড় আপডেট।

প্রসঙ্গত, চলতি বছর পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বৃদ্ধির ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা হল। প্রায় ২ লক্ষ সিভিক ভলেন্টিয়ার মার্চ মাস থেকে বর্ধিত হারও বেতন পাবেন, যা এপ্রিলে হাতে আসবে। এছাড়াও চলতি বছরের শুরুতেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই মোতাবেক এবার থেকে বছরে ৫,৩০০ টাকা বোনাস পাবেন রাজ্যের সব সিভিক ভলান্টিয়ার, যা এতদিন ছিল ২,০০০ টাকা।এর ফলে গ্রাম ও শহরাঞ্চলের সিভিক ভলান্টিয়াররা একই হারে বোনাস পাবেন।