বর্তমানে বাংলার শিক্ষিত যুবক ও যুবতীদের একটাই অভিযোগ, আজকাল চাকরির বাজারে তীব্র মন্দা। আর এটা শুধু অভিযোগ নয়, এটা বাস্তব। কারন বর্তমানে চাকরির আকাল পরিস্থিতি চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন একটি সুখবর রয়েছে। অন্তত যারা চাকরির জন্য বসে রয়েছেন এবং তাদের মধ্যে যারা আদালতে চাকরির ইচ্ছে রাখেন, তাদের জন্য এটি দারুন সুযোগ। কারণ নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করছে বর্ধমান জেলা আদালত। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র নূন্যতম যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: রাজ্য সরকারের অধীনস্থ বর্ধমান জেলা আদালতের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা আদালতের মোট ১১ শূন্যপদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গার্ডেনার, ডে-ম্যান ও নাইট-ম্যান পদে নিয়োগ হবে। নিয়োগের পর রাজ্য সরকারের ২০১৯ সালের সংশোধিত রোপা অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ১৭,০০০ টাকা থেকে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে একাধিক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও যেহেতু উল্লিখিত সব পদগুলি গ্রুপ-ডি শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই প্রতিক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবার বাধ্যতামূলক ভাবে।
◆ বয়সসীমা: এই সমস্ত পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে।
◆ আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদন পদ্ধতি বিশদে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আবেদনের জন্য প্রথমেই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। সঙ্গে জুড়ে দিতে হবে উল্লিখিত নথি। এবার অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা এবং বাকিদের ১০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। সব নথি সহ সম্পূর্ন আবেদনপত্রটি জমা করতে হবে District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin Code – 713101-এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৪ ই মে, ২০২৪।