করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই অবস্থায় সুখবর শোনাল বর্ধমান জেলা আদালত। এবার মাধ্যমিক পাস যোগ্যতাতেই মিলবে আদালতের চাকরি। সম্প্রতি গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা আদালতের পক্ষ থেকে। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
■ শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ টি শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে শুধুমাত্র গার্ডেনার, ডে গার্ড এবং নাইট গার্ড পদে নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রার্থীর বেতন হবে রোপা-২০১৯ অনুসারে। নিয়োগের পর শুরুতেই প্রার্থীদের মাসিক বেতন হবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা
■ বয়সসীমা: এইসব শূন্যপদে চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর। ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়সের হিসেব হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা এক্ষেত্রে নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
■ শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীকে আবশ্যিকভাবে কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম পাশ করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে ভালোভাবে বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
■ আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অফলাইনে আবেদন করার কথা জানানো হয়েছে। প্রথমেই জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার পূরণ করে জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত সংসাপত্রের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এছাড়াও অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকার আবেদন মূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101-এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ০৪.০৫.২০২৪।
■ নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে সম্পূর্ন নিয়োগ প্রক্রিয়া। এই পরীক্ষার নম্বর বিভাজন ও সিলেবাসের বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।