দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে। তারপরেই গণতন্ত্রের সবথেকে বড় আয়োজন হতে চলেছে দেশজুড়ে। ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। সাত দফায় হবে ভোটগ্রহণ। ইতিমধ্যে প্রায় সব দলই তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। সবার আগে প্রার্থীদের নাম সামনে এনেছিল বিজেপি। এবার ভোটে ভাঙল থেকে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে পদ্ম শিবিরের। তাই এবার বিজেপির হপয় ভোটে লড়ছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, সবাই। এককথায় বাংলায় সর্বশক্তি দিয়ে নির্বাচনী লড়াই লড়তে চাইছে পদ্ম শিবির। তাই প্রার্থীতালিকায় কোনোরূপ খামতি রাখেনি তারা।
আর এবার কোচবিহার জেলার বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর আগে গতবারের লোকসভা ভোটে তিনি জিতেছিলেন। তিনি ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আর এবারেও সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাই এবার সুকান্ত তার আয় এবং সম্পত্তি সংক্রান্ত সব নথি জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। আসুন দেখে নিই বিজেপির রাজ্য সভাপতির সম্পত্তি কি কি রয়েছে।
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় সুকান্ত মজুমদার জানিয়েছেন যে বর্তমানে তার হাতে নগদ ৫০ হাজার টাকা নগদ এবং তাঁর স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা রয়েছে। এছাড়াও সুকান্ত বাবুর কাছে রয়েছে একটি ৪৫ হাজার টাকার স্কুটার, একটি ৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকার গাড়ি এবং একটি ৬০,৫০০ টাকার স্কুটার। অন্যদিকে তাঁর স্ত্রী নামে রয়েছে একটি ৪ লাখ ৩৬ হাজার ৩৩০ টাকার গাড়ি। এছাড়াও সুকান্ত মজুমদারের কাছে ৩০ গ্রাম এবং তাঁর স্ত্রীর কাছে ১৫০ গ্রাম সোনা রয়েছে, যার মোট বাজার মূল্য ১১ লাখ টাকার কাছাকাছি।
সব মিলিয়ে সুকান্ত মজুমদারের কাছে মোট ৩৪ লাখ ৭৪ হাজার ৩০৫ টাকা ৮৭ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে এবং তার স্থাবর সম্পত্তির পরিমাণ ২০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও ২০২২-২৩ অর্থবর্ষে সুকান্ত মজুমদারের আয় ছিল ৯ লাখ ৯৪ হাজার ৬২০ টাকা। তাঁর স্ত্রী কোয়েল চৌধুরীর আয় ২০২২-২৩ অর্থবর্ষে ছিল ৬ লাখ ৩৩ হাজার ৪২০ টাকা। গত কয়েকবছরে তুলনায় তাদের স্বামী-স্ত্রীর আয় কিছুটা বেড়েছে।