প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Employees: ডিএ-র সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে এই ভাতাও, উপকৃত হবেন লাখ লাখ কর্মী

২০২৪ সালটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বয়ে আনবে একের পর এক সুখবর। এই বছরই সপ্তম বেতন কমিশনের আওতায় এবার তাদের ডিএ ৫০ শতাংশ অতিক্রম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

২০২৪ সালটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বয়ে আনবে একের পর এক সুখবর। এই বছরই সপ্তম বেতন কমিশনের আওতায় এবার তাদের ডিএ ৫০ শতাংশ অতিক্রম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তাদের। সেটি থেকেই বৃদ্ধি পাবে চলতি বছরে। তবে মহার্ঘভাতা বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের অন্যান্য ভাতাও ৩ শতাংশ বাড়বে বলে খবর মিলেছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসন্ন অর্থবর্ষে। উল্লেখ্য, মহার্ঘ ভাতা ছাড়াও কেন্দ্রীয় কর্মীরা অনেক ধরনের ভাতা পান। এর মধ্যে একটি হল বাড়ি ভাড়া ভাতা।

আশা করা হচ্ছে, শীঘ্রই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছে যাবে। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘভাতা প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতার পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের আরও একটি ভাতা বাড়বে। আর সেটি হল বাড়ি ভাড়া ভাতা বা HRA। আর এই বৃদ্ধির পুরোটাই মহার্ঘ ভাতার সাথে সম্পর্কিত। কারণ, এর আগে ২০২১ সালে HRA সংশোধন করা হয়েছিল যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ হয়েছিল। সেই সময় HRA ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তাই যেহেতু আশা করা হচ্ছে যে শীঘ্রই মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছাবে, তাই অনেকেই মনে করছেন যে এটি হলে, HRA-তে আবার ৩ শতাংশ সংশোধন করা হবে।

ডিওপিটি প্রদত্ত তথ্যানুযায়ী, শহরের বিভাগ অনুসারে, বর্তমানে ২৭ শতাংশ, ১৮ শতাংশ এবং ৯ শতাংশ হারে HRA দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সরকার ২০১৫ সালে এটির জন্য একটি স্মারকলিপি জারি করেছিল। এতে HRA-কে DA-র সাথে যুক্ত করা হয়েছিল। যার মধ্যে শহরের এই তিনটি বিভাগ নির্ধারিত ছিল। আর ১:২:৩ এই অনুযায়ী। আর সেভাবেই সফর অনুযায়ী এই বিশেষ সরকারি ভাতা প্রদান করা হচ্ছে সরকারি কর্মচারীদের। তবে এই ভাতা তারাই পান যারা শুধুমাত্র এই ভাতা পাওয়ার যোগ্য কোনো পদে কর্মরত থাকেন।

বাড়ি ভাড়া ভাতা বা HRA- এর বিভাগগুলি X, Y এবং Z। বিভিন্ন শ্রেণীর শহর অনুসারে এই বিভাগ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীরা যারা X বিভাগের শহরে যারা থাকেন তারা বর্তমানে ২৭ শতাংশ HRA পাচ্ছেন, যা ৩০ শতাংশ হয়ে যাবে যদি DA ৫০ শতাংশ হয়। একই সময়ে, Y শ্রেণীর শহরে বসবাসকারী কর্মীদের জন্য এটি ১৮ শতাংশ থেকে ২০ শতাংশে বৃদ্ধি পাবে। একইভাবে Z শ্রেণীর শহরে বসবাসকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এটি ৯ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি পাবে।