আজকাল পুরুষ হোক বা মহিলা, সকলের জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে ভারতীয় বাজারে দু-চাকা গাড়ির চাহদা বাড়ছে। আর এই টু-হুইলারের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানির। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে এই নির্মাতা কোম্পানিগুলি।
দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে একাধিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এই এই চলতি বাজারে সকলকে টক্কর দিয়ে আরো একটি দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করল এথার। এই কোম্পানিটি কয়েকমাস আগেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। শুরুতেই তাদের এনার্জি মডেলের স্কুটার বেশ সাড়া ফেলেছিল দেশীয় বাজারে। আর সম্প্রতি দুর্দান্ত ফিচার্স সহ একটি স্কুটার লঞ্চ করল তারা। Ather Rizzta স্কুটারটি সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। মডার্ন ফিউচারিস্টিক লুকে এই স্কুটার লঞ্চ করেছে নির্মাতা সংস্থা।
এই স্কুটারের বডি বেশ শক্তিশালী। এছাড়াও এই স্কুটারে একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে এই স্কুটারটি প্রথম জাত দেওয়া হয়েছও অ্যান্টি-স্কিড বৈশিষ্ট্যর মতো উন্নতমানের ফিচার্স। তবে এখনো স্কুটারটির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রকাশ ককরেন। তবর মনে করা হচ্ছে যে এই স্কুটারে এবিএস বা আরও ভালো ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হতে পারে। এছাড়াও এই স্কুটারে স্মার্টফোন সংযো করা যাবে। এছাড়াও এই স্কুটারে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, একাধিক রাইডিং মোড, দ্রুত চার্জিং এবং আরও অনেক কিছু বৈশিষ্ট্য।
এই স্কুটার এখনো ভারতীয় বাজারে লঞ্চ হয়নি। তবে ভারতের বাজারে এই স্কুটার এলে বেশ কয়েকটি কোম্পানিকে সেটি টক্কর দিতে চলেছে। বিশেষজ্ঞর মনে করছেন বর্তমান বাজারে উপলব্ধ Ola S1 Pro, TVS iQube S এবং Honda Activa মতো ইলেকট্রিক স্কুটারের বড় প্রতিদ্বন্দ্বী হবার এই Ather Rizzta স্কুটারটি। তবে বর্তমানে ভারতের বাজারে এই গাড়িটির এক্স শোরুম দাম হতে পারে ১.৪০ লক্ষ টাকার কাছাকাছি। তবে এখন মাত্র ৯৯৯ টাকা দিয়ে এটি বুক করা যাবে। তবে গাড়ি হাতে পেতে বেশ কয়েকদিন সময় লাগবে।