বাংলায় এখন চলছে বসন্তকাল। কিন্তু বসন্তের আমেজ যেন গায়েব হয়েছে গত দুদিন ধরে। তার কারণ হল গ্রীষ্মের আগাম আগমন। বসন্তের প্রভাব শুরু হতে না হতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে এখন পোড়া গরম। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আর এই গ্রীষ্মকালে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের লড়াই সবাইকেই, তার মধ্যে অন্যতম হল মাছির সমস্যা। গ্রীষ্মে মাছির উপর্দ্রব সবথেকে বেশি হয়। বাড়ির বাইরে এমনকি বাড়িতেও মাছির ভনভন শব্দ শোনা যায় এই গ্রীষ্মে। আর এই মাছি থেকে অনেক রোগ ছড়িয়ে পড়ে। তাই মাছি তাড়ানো জরুরি। কিন্তু মাছি তাড়াতে হিমশিম খেতে হয় আমাদের। এক্ষেত্রে অনেক বাজারজাত স্প্রে বা রাসায়নিকের ব্যবহার করি আমরা। কিন্তু এসবের ফলে লাভের থেকে উল্টে ক্ষতি বেশি হয়। তবে কয়েকটি ঘরোয়া টোটকায় মাছি পালাবে নিশ্চিতভাবে। জেনে নিন।
● দুধ, চিনি ও গোলমরিচ: এই ঘরোয়া টোটকায় মাছির উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব। এই টোটকা বানানোর জন্য, এক গ্লাস দুধে ৩ চা চামচ চিনি ও ১ চা চামচ গোলমরিচ নিয়ে নিন। দ্বার একটি পাত্রে সেটিকে নিয়ে ফুটিয়ে নিয়ে সেটিকে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে এই মিশ্রণটিকে রান্নাঘরে রেখে দিন। এর গন্ধ মাছিকে আকর্ষণ করবে এবং সেগুলি এতে ডুবে যাবে।
● নুন জল স্প্রে: মাছি তাড়ানোর জন্য সবচেয়ে সহজ বিকল্প হল নুন-জল। এর জন্য এক গ্লাস জলে দুই টেবিল চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে সেটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার ওই বোতল থেকে রান্নাঘরের এমন জায়গায় স্প্রে করুন, যেখানে মাছি বেশি ভনভন করে। দেখবেন মাছি সব গায়েব হবে।
● ভিনিগার: রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ভিনিগার। এই ভিনিগারের গন্ধ মাছিদের আকৃষ্ট করে। তাই মাছি তাড়ানোর জন্য একটি পাত্রে কিছু ভিনিগার রেখে সেটিকে প্লাস্টিকে ঢেকে দিন এবং প্লাস্টিকের উপরে ছোট ছিদ্র করে দিন। ভিনিগারের গন্ধ মাছিদের আকৃষ্ট করবে এবং তারা ছিদ্রটি দিয়ে ভিতরে ঢুকে যাবে। কিন্তু বেরোতে পারবে না।
Disclaimer: প্রতিবেদনটি তথ্যভিত্তিক। উপরোক্ত উপায়ের শতভাগ সাফল্য দাবি করেনা Hoophaap।