প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ram Mandir: পূর্ব মেদিনীপুরের গাঁদাফুল দিয়েই সাজানো হচ্ছে রাম মন্দিরকে, খুশিতে ডগমগ বাংলার ফুল চাষিরা

রাত পোহালেই শুরু হবে রাম মন্দির উদ্বোধনের শুভদিন। আসন্ন এই অনুষ্ঠানকে ঘিরে এখন অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন প্রস্তুতি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

রাত পোহালেই শুরু হবে রাম মন্দির উদ্বোধনের শুভদিন। আসন্ন এই অনুষ্ঠানকে ঘিরে এখন অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। রাম মন্দিরে নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে।কারণ ২২ জানুয়ারি একাধিক আচার-বিধি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেক বিশিষ্ট মানুষজন।

তবে এই উদ্বোধনের আগেই রাম রাজ্য অযোধ্যায় চলেছে চূড়ান্ত প্রস্তুতি। আর এই আয়োজনে এক বড় ভূমিকা পালন করতে চলেছে বাংলা। ইতিমধ্যে, রাজ্য থেকে ভগবান রামের মূর্তি পাঠানো হয়েছে অযোধ্যায়। এই মূর্তি রাম মন্দিরের সিংহদ্বারের পাশেই বসানো হচ্ছে। এছাড়াও বাংলার বিখ্যাত আলোকসজ্জা শোভা বাড়াচ্ছে রাম রাজ্যের। কারণ হুগলি জেলার চন্দননগরের আলোকসজ্জায় এবার সজ্জিত হয়েছে রাম মন্দির সহ গোটা অযোধ্যা নগরী। সূত্রের খবর, এই আলোকসজ্জার কাজের জন্য শিল্পীরা ২ কোটি টাকার বরাত পেয়েছেন। এর ফলে অযোধ্যার পথঘাট সেজে উঠেছে চন্দননগরের আলোকসজ্জায়।

আর এবার বাংলার ফুলে সেজে উঠেছে রাম মন্দির। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা থেকে ফুল ইতিমধ্যে পারি দিয়েছে রাম রাজ্যের উদ্দেশ্যে। এই এই ফুল দিয়েই সাজানো হচ্ছে অযোধ্যার রাম মন্দির সহ গোটা নগরীকে। জানা গেছে, মূলত গাঁদা ও চন্দ্রমল্লিকা ফুল দিয়েই সাজানো হবে ভগবান রামের মন্দির। আর তার সিংহভাগ পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষীদের কাছ থেকেই নেওয়া হয়েছে। অযোধ্যার এক ফুল ব্যবসায়ীর মাধ্যমে এই ফুল পৌঁছে গিয়েছে অযোধ্যায়। আর সেই ফুল দিয়ে রাম মন্দির সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

এই বিষয়ে মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির ভাইস চেয়ারম্যান স্বপন বর্মণ বলেন, “সারা দেশের সিংহভাগ মন্দিরের ফুল যায় এ রাজ্য থেকে। গাঁদা ফুল একটু বেশি দিন তাজা থাকে বলে অযোধ্যায় এর চাহিদা বেশি। নদিয়া, পূর্ব মেদিনীপুরের প্রান্তিক চাষিদের থেকে সরাসরি বায়না করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।” পাশাপাশি, মল্লিকঘাট ফুলবাজার হকার সংগ্রাম কমিটি’র সাধারণ সম্পাদক মানিক রায় বলেন, “রামমন্দির উদ্বোধন উপলক্ষে ট্রেনেও গাঁদা ফুলের বরাত গিয়েছে। শুক্রবার ট্রেনে করে ৫০ ঝুড়ি ওই ফুল পাড়ি দিয়েছে।”