মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর এখন অনেক পড়ুয়াই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। তবে ডাক্তার হওয়া তো আর মুখের কথা নয়, তার জন্য দরকার পড়ে MBBS ডিগ্রির। আর এই ডিগ্রি পাওয়ার জন্য পড়াশুনা করার যোগ্যতা অর্জন করতে হলে বসতে হয় এক প্রবেশিকা পরীক্ষায়। আগে এই পরীক্ষা নেওয়া হয় রাজ্যস্তরে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এই মেডিকেল কোর্সের যোগ্যতা অর্জন করা যেত। তবে কয়েকবছর আগে এই প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় স্তরে নেওয়া শুরু হয়েছে। এখন NEET পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের মেডিকেল কোর্স পড়ার যোগ্যতা নির্ণয় করা হয়। আর এবার এই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এসে গেল এক বড়সড় আপডেট। কি সেই আপডেট? জেনে নিন নিবন্ধের বাকি অংশ পড়ে।
সূত্রের খবর, এবচর NEET পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষা আগামী ৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে নেওয়ার কথা ছিল, তা এবার পিছিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এবার ডেন্টাল সার্জারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এই পরীক্ষা নেওয়া হবে ১৮ ই মার্চ, ২০২৪ তারিখ। এছাড়াও NEET MDS পরীক্ষার কাট-অফ তারিখ রাখে হয়েছে ৩১ শে মার্চ, ২০২৪।
তবে শুধুমাত্র এই পরীক্ষা নয়, আরো একাধিক পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত। ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে এবার যে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা মার্চে হওয়ার কথা ছিল, তা এবার জুলাইয়ে হবে। অর্থাৎ, যে পরীক্ষার তারিখ ছিল ৩ রা মার্চ, ২০২৪, তা এবার অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ ই জুলাই, ২০২৪ তারিখে। পাশাপাশি, পরীক্ষায় বসার জন্য কাট-অফ তারিখ হিসেবে ধার্য করা হয়েছে ১৫ আগস্ট, ২০২৪-কে।
এছাড়াও এবছরও মেডিকেল কোর্সের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হবেনা বলেই জানা গেছে। সূত্রের খবর, ২০২৪ সালেও নেওয়া হবে না ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ হচ্ছে না। সেই কারণেই বর্তমানে মেডিকেল কোর্সের স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ এখনও জানা যায়নি। সম্প্রতি জারি হওয়া ‘পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশনস ২০২৩’-এ জানানো হয়েছিল, যতদিন না প্রস্তাবিত ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ চালু হচ্ছে, ততদিন স্নাতকোত্তরে ভরতির জন্য NEET PG পরীক্ষা নেওয়া হবে। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ২০২৫ সাল থেকে এই পরীক্ষা নেওয়া শুরু হবে।