প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Arijit Singh: অরিজিৎ সিংয়ের কারণে বাদ পড়েছিল শানের গান! বছর ঘুরতে গায়কের গোপন কথা ফাঁস

তাঁর সুরেলা কণ্ঠে দিন-রাত কেটে যায় আপামর ভারতবাসীর। তাঁর সুরে যেমন প্রেম রয়েছে তেমনই রয়েছে মনখারাপের রেশ। তিনি হলেন অরিজিৎ সিং। বাংলার এই গায়ক এখন বি-টাউনের গানের জগতে এক অন্যতম…

Published By: Debaprasad Mukherjee | Published On:

তাঁর সুরেলা কণ্ঠে দিন-রাত কেটে যায় আপামর ভারতবাসীর। তাঁর সুরে যেমন প্রেম রয়েছে তেমনই রয়েছে মনখারাপের রেশ। তিনি হলেন অরিজিৎ সিং। বাংলার এই গায়ক এখন বি-টাউনের গানের জগতে এক অন্যতম নক্ষত্রে পরিণত হয়েছেন। তবে, জিয়াগঞ্জের এই যুবকের নেই কোনও অহংকার কিংবা কোনও দম্ভ। তার পরিচিতি একজন মাটির মানুষ হিসেবেই। তাই বোধহয় মানুষের কথা এত চিন্তা করেন তিনি। আর পাঁচজন সাধারণ মানুষের মতই তাঁর জীবনযাত্রা। আর এভাবেই তিনি আর পাঁচজনকে নিয়েই সামাজিক এক মানুষ হয়ে বাঁচেন এই গায়ক। তাই হয়তো তার জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে দিনের পর দিন।

অন্যদিকে, বি-টাউনে গিয়ে জনপ্রিয়তা পাওয়া আরেক বাঙ্গি গায়ক হলেন শান, যার আসল নাম শান্তনু মুখোপাধ্যায় তিনি একজন প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার। কর্মজীবনের শুরুতে তিনি তার বোন সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান করেন। পরে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করেন এবং নিজের ব্যক্তিগত অ্যালবামও প্রকাশ করেন। তিনি স্টার পরিবার পুরস্কার, শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) হিসেবে পুরস্কার, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার পুরস্কার সহ বহু পুরোস্কর পেয়েছেন জীবনে।

তবে এবার গায়ক শান তার এবং অরিজিৎ সিংয়ের একটি ভেতরের কথা ফাঁস করলেন। শান জানালেন যে অরিজিৎ সিংয়ের জন্য নাকি গত বছর একটি সিনেমা থেকে বাদ দেওয়া হয় তার গান। আর যে সিনেমায় এই ঘটনা ঘটে, সেই সিনেমাটি ছিল শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। সম্প্রতি, পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শান বলেন, “শাহরুখ খানের ছবিতে গান গাইব ভেবে মারাত্মক আনন্দ হয়েছিল আমার। কিন্তু কিছু কারণের জন্য সেই গানকে বাদ দেওয়া হয়। ‘ও মাহি’ গানটা সেই জায়গায় রাখা হয় যেখানে আমার গানের কথা ভাবা হয়েছিল।”

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘ডাঙ্কি’ সিনেমাটি। এই ছবিটি পরিচশলনা করেছেন রাজকুমার হিরানী। এই সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল বোমান ইরানিরা।সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। ২০২৩ সালের ষষ্ঠ সর্বোচ্চ-আয়কারী হিন্দি চলচ্চিত্র এবং ২০২৩ সালের অষ্টম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ৬০ তম ফিল্মফেয়ার পুরস্কারে নয়টি মনোনয়ন পেয়েছে এই সিনেমা। যদিও শেষমেষ ভিকি কৌশল সেরা পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কার জিতেছে।