বসন্তের শেষলগ্নে গ্রীষ্মের অনুভূতি শুরু হয়েছে বাংলায়। মার্চের অকাল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তাপমাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিল। তাই বসন্তের শুরুতেও পারদ পতন অব্যহত ছিল বাংলায়। তবে সেই সুখ যে এবার এই বছরের জন্য শেষ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যে পারদের অঙ্কটা বাড়ছে জেলায় জেলায়। একইসঙ্গে সকাল-সন্ধ্যে গ্রীষ্মের আমেজও অনুভূত হচ্ছে একটু একটু করে।এবার দিন দিন তাপমাত্রা বাড়ছে একটু একটু করে।
আর দক্ষিণবঙ্গের গ্রীষ্ম মানেই প্রখর গ্রীষ্ম। আর বাড়ির মধ্যে এই গরম থেকে বাঁচতে অনেকেই এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করছেন। কারণ বাড়িতে এসি লাগানো থাকলে অন্তত বাইরের দাবদাহ থেকে ফিয়ারে বাড়ির ভেতরে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তাই এসি কিনতে বাজারে যাচ্ছেন ক্রেতারা। তবে কেনার আগে যাচাই করা জরুরি। আর এই প্রতিবেদনে আপনার জন্য রইল দুর্দান্ত এসির সন্ধান। তাই এসি কেনার কথা ভাবলে এই বিকল্পটিতে চোখ বুলিয়ে নিন।
ভারতে উললব্ধ এয়ার কন্ডিশনার নির্মাতা কোম্পানিগুলির মধ্যে জনপ্রিয় হল গোদরেজ। এই কোম্পানির ১.৫ টনের ৩-স্টার বা ৪-স্টার এসি কিনতে পারেন এই গ্রীষ্মে। কারণ এই এসিতে রয়েছে এমন কিছু অত্যাধুনিক ফিচার্স, যা হয়তো আপনি চাইছেন। এই এসির কুলিং পাওয়ার ৪.৯৫ কিলোওয়াট। এই এসিতে আর-৩২ গ্রীন এসি, অ্যান্টি কোর্সিভ ব্লু ফিন্স সহ কপার কন্ডেন্সার, হাইড্রোফিলিক ব্লু ফিনি ইভেপোরেটর, ডাস্ট ফিল্টার রয়েছে। এই এসির ডায়মেনশন ৬৬-ডি× ৬৬-ডব্লিউ×৪৩-এইচ। অর্থাৎ রুমকে চারদিক থেকে ঠান্ডা করবে এই এসি। ১৫০ বর্গফুট রুমের জন্য এই এসি দারুন কার্যকরী।
এই এসি কিনলেই পেয়ে যাবেন সুবিধামতো ওয়ারেন্টি। কোম্পানির দাবি অনুযায়ী, এসিতে ১ বছর, পিসিবিতে ৫ বছর এবং কমপ্রেসারে ১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হবে গ্রাহকদের। এই এসি দোকান থেকে বা ই-কমার্স সাইট থেকে কিনতে পারবেন আপনি। এক্ষেত্রে আমাজনে এই এসির দাম রয়েছে ২৭,৫৯০ টাকা। অর্থাৎ বাজেটের মধ্যেই রয়েছে দাম। এছাড়াও, সহজ কিস্তিতে এটি কিনতে পারবেন।