দেখতে দেখতে বসন্তের অর্ধেক পেরিয়ে গেল। আর বসন্তের অন্তিম লগ্ন মানেই যেন বাংলা জুড়ে উৎসবের মরশুম। কারণ একদিকে যেমন চৈত্র সংক্রান্তিতে রাজ্যজুড়ে পালিত হয় শিবের গাজন উৎসব, তেমনই আবার অন্যদিকে পয়লা বৈশাখে বাংলায় পালিত হয় বাংলা নববর্ষ। এই দুটি উৎসবে রাজ্যের প্রতিটি কোণায় উৎসবের মেজাজ দেখা যায়। হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে। তারপরেই এই একজোড়া উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি।
আর এই সব নানা উৎসবের প্রস্তুতি কিন্তু শুরু হয় অনেকদিন আগে থেকেই। নববর্ষের আগে ভিড় জমে বাজারে। বিশেষ করে জামাকাপড় ও বাড়ির নানা সরঞ্জামের দোকানে ভিড় জমান ক্রেতারা। আর এই বাজার করার আগে হাতে দরকার টাকাপয়সার। তাই এই মাসে ব্যাঙ্কে টাকা তোলা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার যে এপ্রিল মাসে কিন্তু সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে বেশ কয়েকদিন। পুরো মাসে ১৪ দিন খোলা পাবেন না ব্যাঙ্কের দরজা। এখন একনজরে দেখে নিন যে এপ্রিল মাসের বাকি কোন দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
● ১ এপ্রিল (সোমবার): নতুন অর্থবর্ষের সূচনার দিন হিসেবে এদিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্ক।
● ৫ এপ্রিল (শুক্রবার): বাবু জগজীবন রামের জন্মদিন এবং জামাত-উল-বিদা উৎসবের কারণে শ্রীনগর, জম্মু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
● ৭ এপ্রিল: রবিবার সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।
● ৯ এপ্রিল (মঙ্গলবার): গুড়ি পাদওয়া, উগাদি উৎসব, তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রির উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
● ১০ এপ্রিল (বুধবার): ঈদ উপলক্ষে কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
● ১১ এপ্রিল (বৃহস্পতিবার): ঈদ উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
● ১৩ এপ্রিল (শনিবার): দ্বিতীয় শনিবার হিসেবে সারা দেশেই ব্যাঙ্ক থাকবে।
● ১৪ এপ্রিল (রবিবার): সারা দেশেই ব্যাঙ্ক ছুটি বন্ধ।
● ১৫ এপ্রিল (সোমবার): হিমাচল দিবসের উপলক্ষে গুয়াহাটি এবং সিমলা জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
● ১৭ এপ্রিল (সোমবার): রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লক্ষ্ণৌ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বই ও নাগপুরের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
● ২০ এপ্রিল (শনিবার): গড়িয়া পুজোর জন্য আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
● ২১ এপ্রিল (রবিবার): সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
● ২৭ এপ্রিল (শনিবার): চতুর্থ শনিবার হিসেবে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
● ২৮ এপ্রিল (রবিবার): সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।