প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Scheme: মহিলাদের জন্য ‘ডবল বেনিফিট’, অ্যাকাউন্টে ১২ হাজার টাকা পাঠাবে মোদি সরকার

'জয় জওয়ান, জয় কিষান'- এই শ্লোগান ভারতের মাটিতেই দেওয়া হয়। কারণ কৃষকরা আমাদের দেশের একটি মূল অর্থনৈতিক স্তম্ভ হিসেবে কাজ করেন। কারণ, কৃষিকাজের উপরেই আমাদের দেশের সিংহভাগ মানুষ জীবিকা নির্বাহ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

‘জয় জওয়ান, জয় কিষান’- এই শ্লোগান ভারতের মাটিতেই দেওয়া হয়। কারণ কৃষকরা আমাদের দেশের একটি মূল অর্থনৈতিক স্তম্ভ হিসেবে কাজ করেন। কারণ, কৃষিকাজের উপরেই আমাদের দেশের সিংহভাগ মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। তবে বর্তমান সময়ে কৃষিকাজ যেন দুঃসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারাবছর চাষাবাদ করেও লাভবান হচ্ছেন না কৃষকরা। তবে সরকার বারেবারে নানা প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকেই কৃষকদের উন্নীত করতে রূপায়িত হয়েছে একাধিক প্রকল্পের।

বিগত সময়ে দেশে চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রধানমন্ত্রী কিষান যোজনা এবং কৃষক সম্মাননিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের অর্থ সাহায্য করে থাকে সরকার। এই প্রকল্পে দেশের প্রান্তিক কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকার অর্থ সাহায্য দেওয়া হয়। তবে এই টাকা একবারে দেওয়া হয়না। তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে এবার এই প্রকল্পের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আনতে চলেছে মোদি সরকার, যা দেশের মহিলাদের নতুনভাবে উজ্জীবিত করবে।

জানা গেছে, এবার থেকে মহিলা কৃষকদের বেশি অর্থ সাহায্য করার কথা ভাবছে মোদি সরকার। এবার থেকে কোনো কৃষক মহিলা হলেই তাদের দ্বিগুন টাকা দেবে কেন্দ্র সরকার। আর এই প্রকল্পের মাধ্যমেই সেই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। এর মাধ্যমে মহিলা কৃষকদের বছরে ১২ হাজার টাকা দেওয়া হবে। তবে এই খবরটি একটি গোপন সূত্রে পাওয়া গেছে। এখনো অবধি এই বিষয়ে মুখ খোলেন নি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের কেউই। তবে বিশেষ সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই বিষয়ে ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

উল্লেখ্য, বর্তমান কিষান সম্মাননিধি প্রকল্পের সুবিধা যারা পেয়ে থাকেন, তার মধ্যে ৬০ শতাংশ উপভোক্তা হলেন মহিলা। কিন্তু দেখা যাচ্ছে, মহিলা কৃষকদের মধ্যে মাত্র ১৩ শতাংশের কাছেই জমির কাগজপত্র রয়েছে। এক্ষেত্রে প্রকল্পের সুবিধা দিতে সরকারকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণেই নাগরিকদের বিষয়টি দেখার আবেদন জানিয়েছে অর্থমন্ত্রক। তবে এই ঘোষণা হলে যে লোকসভা ভোটে তার ফল পাবে মোদি সরকার, তা আর বলার অপেক্ষা রাখে না।