প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vastu Plant: পয়লা বৈশাখের আগেই মানিব্যাগ ভরে উঠবে টাকায়, সৌভাগ্য ফেরাতে বাড়িতে আনুন এই গাছ

পুরাকাল থেকেই সভ্যতা ও সংস্কৃতির দেশ হিসেবে গণ্য করা হয় ভারতকে। আর এই দেশের প্রাচীনতম শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পুরাকাল থেকেই সভ্যতা ও সংস্কৃতির দেশ হিসেবে গণ্য করা হয় ভারতকে। আর এই দেশের প্রাচীনতম শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে, বাড়িতে লক্ষ্মীর বসবাস হয়, সেই বিষয়েও নানা মত দিয়ে থাকেন বাস্তুবিদরা। তেমনই বাড়িতে কোন গাছ লাগলে, সেই বাড়িতে সমৃদ্ধির দেবীর কৃপা বর্ষণ হয়, সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। এছাড়াও বাড়িতে ইতিবাচক ও নেতিবাচক শক্তির প্রভাব সম্পর্কেও আলোচনা হয় এই শাস্ত্রে।

বাস্তুশাস্ত্র মতে, বাড়ির বাইরে ও ভেতরে বেশ কিছু গাছ রাখা হলে, তার প্রভাবে পরে আমাদের জীবনের উপর। কারণ কিছু গাছের যেমন নেতিবাচকতা দূর করার শক্তি থাকে, তেমনই, কিছু গাছ বাড়িতে রাখা হলে দেবদেবীর কৃপালাভ হয়ে থাকে। তেমনই কিছু গাছ হল মানিপ্ল্যান্ট, জেড প্ল্যান্ট, লাকি প্ল্যান্ট, ফ্রেন্ডশিপ প্ল্যান্ট ইত্যাদি। আর স্নেক প্ল্যান্ট হল এমনই একটি গাছ, যা বাড়িতে রাখা হলে সংসারে আসে সুখের জোয়ার। একনজরে দেখে নিন এই গাছ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আজকাল বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট লাগাতে পছন্দ করেন অনেকেই। আর ইন্ডোর প্ল্যান্টের মধ্যে অন্যতম হল স্নেক প্ল্যান্ট। বাড়ির ছাদ, ব্যালকনি, আঙিনা এবং বাগানে সৌন্দর্য্যবৃদ্ধির জন্য এই গাছ লাগিয়ে থাকেন। তবে শুধুমাত্র সৌন্দর্য নয়, এই গাছের অনেক উপকারী প্রভাবও রয়েছে। তার মধ্যে অন্যতম হল রুমের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি। কারণ এই গাছ থেকে প্রচুর পরিমানে অক্সিজেন নির্গত হয়। যা রুমের ভেতরের বাতাসকে শুদ্ধ রাখে। একইসঙ্গে দূর হয় রুমের যেকোনো দুর্গন্ধ। তাই এই গাছের স্বাস্থ্যসম্মত দিকটিও উল্লেখযোগ্য।

তবে শুধুমাত্র এসব নয়, স্নেক প্ল্যান্ট আমাদের জীবনেও নানা পরিবর্তন বয়ে আনে। বাস্তুশাস্ত্র মতে, স্নেক প্ল্যান্ট নামের এই গাছকে বাড়ির দরজার দুপাশে রাখা হলে সেই বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। এর ফলে বাড়ি থেকে সব নেতিবাচকতা দূর হয়। এছাড়াও কোনো বাড়িতে চরম অর্থসংকট থাকলে সেই বাড়িতে একজোড়া ঝাউ গাছ এনে রাখলে সেই অর্থাভাব দূর হয়। সেই কারণেই বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে সৌভাগ্যের প্রতীক হতে পারে। তাই মাত্র ১০০ টাকার এই গাছ বাড়িতে এনে রাখলেই জর উপকার মিলবে, তাতে কোনো সন্দেহ নেই।

Disclaimer: প্রতিবেদনটি তথ্য ও অনুমানের উপর রচিত। কোনোরূপ কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়।