আজকাল সকলের হাতেই মোবাইল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার টাকা দেওয়ার সময় থেকে মোবাইলের কেনাবেচা বেড়ে গেছে বাংলায়। এখন বাজারে অনেক কোম্পানির মোবাইল উপলব্ধ রয়েছে। তবে এখন বাজেট সেগমেন্টে ও মিড-রেঞ্জ মোবাইলের চাহিদা বাজারে তুঙ্গে। তার কারণ হল এইসব মোবাইলে উন্নতমানের ফিচার্সের সঙ্গে মেলে ঝকঝকে ক্যামেরা। একইসঙ্গে এইসব মোবাইলের দাম কম হওয়ার কারণে সকলের নাগালের মধ্যেই আসে এইসব মোবাইল।
বর্তমান বাজারে নামিদামি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অন্যতম হল ওয়ানপ্লাস। শুরুর দিকে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করলেও বর্তমানে বাজেট সেগমেন্টের স্মার্টফোন তৈরির দিকেও ঝুঁকেছে চীনের এই মোবাইল নির্মাতা সংস্থা। তবে প্রিমিয়াম সেগমেন্ট দখলের লড়াইয়েও পিছিয়ে নেই এই কোম্পানি। আর প্রিমিয়াম মোবাইলের মধ্যে অন্যতম হল Oneplus-12 মোবাইলটি। আর এবার এই মোবাইলের দাম কমে গেল উল্লেখযোগ্য হারে। এখন একনজরে দেখে নিন এই মোবাইলের স্পেসিফিকেশন ও দাম কমার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।
এই মোবাইলে দেওয়া হয়েছে এইচডিআর রেজোলিউশন সাপোর্টেড ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের সঙ্গে মিলবে ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিটস-এর পিক ব্রাইটনেস। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮-জেন-৩ প্রসেসর সহ। যার ফলে যেকোনো গেম বা মাল্টিটাস্কিং হবে খুবই স্মুথ এবং ল্যাগ-ফ্রি। এছাড়াও এই মোবাইলে পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেন্সর। জানা গেছে এই মোবাইলে মিলবে ৫ হাজার মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি প্যাক, যা ১০০ ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করবে। ফলে মোবাইলটি চার্জ হবে ঝড়ের গতিতে। মোবাইলটি ১৬ জিবি এবং ৬৪ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই মোবাইলের এমআরপি রয়েছে ৬৪,৯৯৯ টাকা। তবে এখন অফার চলছে। যে কারণে মোবাইলটির দাম কমে হয়েছে ৬৩,১৫৯ টাকা। তবে এইচএসবিসি ও সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে এই মোবাইল কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলছে। আবার আইসিআইসিআই রূপে ক্রেডিট কার্ড দিয়ে কিনলেও মিলছে ১০ শতাংশ ছাড়। এছাড়াও এই মোবাইলে এখন ১,৯৩৪ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। সঙ্গে অন্যান্য ব্যাঙ্কও অফার দিচ্ছে এই মোবাইলে। ফলে এখন কিনলে এই মোবাইলের দাম অনেকটাই কমে পড়বে।