কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। রেলকে অন্য আঙ্গিকে দেশবাসীর কাছে তুলে ধরতে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হয়েছে, তেমনই আবার ট্রেনের ট্র্যাকগুলিকে নবরূপে গঠন করা হচ্ছে কোনরূপ দুর্ঘটনা এড়াতে। টিকবে এর পাশাপাশি, দেশের স্টেশনগুলিকে সাজিয়ে তুলতে অমৃত ভারত স্কিম চালু হচ্ছে গোটা দেশে। ভারতীয় রেলের এই প্রকল্পের মাধ্যমে দেশের সব স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে অন্যরূপে। অত্যাধুনিক পরিষেবা দেওয়ার পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নানা ব্যবস্থা চালু হচ্ছে স্টেশনে স্টেশনে।
আর এবার আমাদের রাজ্যের ৬২ টি স্টেশনকেও সাজানো হবে নবরূপে। রেল সূত্রে জানা গেছে, বাংলার ৬২ টি স্টেশনকে অমৃত ভারত স্কিমের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে যেসব স্টেশন রয়েছে শহুরে এলাকায় সেখানে স্টেশনের মধ্যেই রেস্তোরাঁ, ক্যাফে এবং লাউঞ্জের মতো সুবিধা দেওয়া হবে। এছাড়াও স্টেশনে চলমান সিঁড়ি ও লিফটের ব্যবস্থা চালু করা হবে। এই মর্মে, ইতিমধ্যে কাজ শুরু ককরে দিয়েছে পূর্ব রেল। এছাড়াও রাজ্যের যেসব স্টেশনে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বাজার বসানো হচ্ছে, সেগুলিকে উচ্ছেদ করতেও উদ্যোগী হয়েছে রেল।
এসবের মধ্যেই এবার সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জংশনকে। আমরা কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনকে নিয়ে। ইতিমধ্যে এই স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দ্বিতীয় ফুট-ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষের মুখে। এছাড়াও স্টেশনে বসানো হচ্ছে চলমান সিঁড়ি। পাশাপাশি লিফটের ব্যবস্থাও থাকছে এই স্টেশনে। জানা গেছে, এর ফলে যেসব প্রবীণ যাত্রীরা যাতায়াত করবেন, তারা বিরাট সুবিধা পেতে চলেছেন।
রেলের তরফে দাবি করা হয়েছে যে ইতিমধ্যে দেশের অনেক স্টেশনে এই দুই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার বালুরঘাট স্টেশনের নাম জুড়ে যাচ্ছে সেই তালিকায়। রেলের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ডিসেম্বর অবধি ৩৭২ স্টেশনে ১,২০০-র বেশি চলমান সিঁড়ি বসানো হয়েছে। সম্প্রতি, বালুরঘাট স্টেশনে এই কাজ পরিদর্শন করতে আসেন সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার। সবটা দেখে তিনি জানান, “পরিকল্পনা অনুযায়ী ৭ থেকে ৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। এরপর প্ল্যাটফর্মে সেডের কাজ এবং তিন নম্বর প্লাটফর্মের কাজ শুরু হবে। স্বাভাবিকভাবেই এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।”