কথায় বলে, স্বাস্থ্যই সম্পদ। তাই সুস্থ ও সুরক্ষিত জীবনযাপন করার জন্য আমাদেরকে থাকতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু পরিষ্কার জামাকাপড় পড়লে বা রোজ স্নান করলেই কিন্তু আমরা সব রোগের থেকে দূরে থাকতে পারবো না। কারণ এর সঙ্গে আরও বিভিন্ন দিক দিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তাতে মধ্যে অন্যতম হল গৃহস্থালির নানা ব্যবহার্য জিনিসপত্র ও ঘরের মেঝে। রান্নাঘরের থেকে বেডরুম, বসার ঘর থেকে ঠাকুর ঘর-সব জায়গার মেঝে পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্যই বৃদ্ধি পায়।
এবার সিমেন্টের মেঝে হলে তার উপর একটি আধটু দাগ থাকলেও তা এতটা বোঝা যায়না। কিন্তু মার্বেল পাথর বা সাদা টাইলসের উপর যেকোনো দাগ সহজেই দৃশ্যমান হয়। অনেক সময় এসব দাগ তুলতে আমাদের হিমশিম খেতে হয়। কারণ অনেক জেদি দাগ দূর করা যায়না ক্লিনিং লিকুইড বা ফিনাইল দিয়ে। তবে এর জন্য রয়েছে কিছু ঘরোয়া সমাধান। এইসব উপায়ে পরিষ্কার করলে মেঝে থেকে জেদি দাগ তুলতে কয়েকমিনিটও সময় লাগবে না। একনজরে দেখে নিন সেইসব উপায়গুলি।
● ভিনিগার মিশ্রণ: মূলত সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় ভিনিগার। তবে অনেক জিনিস পরিষ্কার করতে এবং জেদি দাগ তুলতে এটি কিন্তু একটি অব্যর্থ টোটকা হিসেবে কাজ করে। মেঝের দাগ তুলতেও ভিনিগার দিয়ে তৈরি একটি মিশ্রণ কাজে লাগতে পারে। এর জন্য একটি ব্রাশ নিতে হবে। এবার ওই ব্রাশের উপর ভিনিগার, পাতিলেবু এবং বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এবার দাগ লেগে থাকা মেঝের উপর সেই ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
● কর্নফ্লাওয়ার: বিভিন্ন চাইনিজ রেসিপি তৈরিতে কর্নফ্লাওয়ার একটি উল্লেখযোগ্য উপাদান। তবে শুনলে অবাক হবেন এর দাগ তোলার গুন সম্পর্কে। মেঝে থেকে তেলের চিটচিটে দাগ তুলতে হলে প্রথমে সেখানে সামান্য কর্নফ্লাওয়ার দিতে হবে। এভাবেই এটিকে সেখানে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর একটি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এতে তেলের দাগ সহজেই উঠে যাবে৷
● খাবার সোডা: খাবার সোডা দিয়েও মার্বেলের দাগ তোলা যাবে সহজে। এর জন্য একটি পাত্রে প্রথমে অল্প বেকিং সোডা ও জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই মিশ্রণ দিয়ে মেঝেতে লেগে থাকা দাগের উপর ঘষতে হবে কাপড় দিয়ে। এভাবেই উঠে যাবে মেঝের জেদি দাগ।
Disclaimer: প্রতিবেদিনটি তথ্যের ভিত্তিতে লেখা। উপরোক্ত প্রক্রিয়াগুলির ১০০ শতাংশ ফলাফল দাবি করে না Hoophaap।