বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।
কিন্তু ব্যবসা শুরুর কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ একটি ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলি বিষয় আগে থেকে ভেবে রাখতে হয়। ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমশিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার বিকল্পের সন্ধান রইল, যা আপনার রোজগারের পথকে সুগম করবে।
আমরা এই প্রতিবেদনে কথা বলবো LED বাল্ব তৈরি এবং সেটির ব্যবসার কথা। এই ব্যবসা বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাপক লাভজনক প্রমাণিত হতে পারে। কারণ আজকাল প্রায় সব বাড়িতেই LED বাল্বের ব্যবহার হয়ে থাকে। এই ধরণের বাল্ব সাধারণ ফিলামেন্ট বাল্বের থেকে কম বিদ্যুৎ গ্রহণ করে বেশি আলো দিয়ে থাকে। তাই এই ধরণের বাল্ব এখন সব জায়গাতেই দেখা যায়। তাই এর চাহিদাও বাড়ছে দিনের পর দিন। বাজারে দিন প্রতিদিন কোটি কোটি এমন বাল্ব বিক্রি হয়ে থাকে। তাই এই ব্যবসা লাভজনক হতেই পারে।
এবার দেখুন যে কিভাবে এই ব্যবসা শুরু করবেন। এর জন্য এই কাজটি প্রথমে আপনাকে শিখতে হবে। এর জন্য বিভিন্ন ছোট ও বড় প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে। এবার প্রশিক্ষণ নিয়ে কাঁচামাল সংগ্রহ কোথায় করবেন তাও আপনি জানতে পারবেন প্রশিক্ষকের কাছে। এবার কাজ শুরু করে দিন। প্রথমে স্থানীয় বিভিন্ন দোকানে বিক্রি করুন। তারপর ভালো রেসপন্স পাওয়া গেলে বড় পরিসরে এই ব্যবসা শুরু করতে পারবেন।