দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম হল রেল। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। পাশাপাশি দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে। সেই কারণে রেলে প্রতি বছর নিয়ম করে নিয়োগ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যদিও গত কয়েকবছর ধরে রেলে সেভাবে নিয়োগ হয়নি। আর এই অভিযোগ উঠছিল দেশজুড়ে। চাকুরী প্রার্থীরা বিভিন্ন রাজ্যে এই মর্মে আন্দোলনও করেছেন। সেই কারণে ২০২৪ সালের শুরুতেই নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করে রেল।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত ক্যালেন্ডার মোতাবেক রেলের কোচ তৈরির কারখানায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল এই মাসেই। আর হল তেমনটাই। মার্চের মাঝেই এবার রেলের কোচ তৈরির কারখানায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। লেভেল-ওয়ান ও লেভেল-থ্রি পদে নিয়োগ হবে। তবে রেলওয়ের নিয়ম অনুযায়ী এখানে রেলওয়ের নিয়ম মেনেই বেতন দেওয়া হবে একনজরে দেখে নিন এই শূন্যপদের বিস্তারিত।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৫০ শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ফিটার পদে ২০০ টি, ওয়েল্ডার পদে ২৩০ টি, মেসিনিস্ট পদে ৫ টি, পেন্টার পদে ২০ টি, কার্পেন্টার পদে ৫ টি, ইলেকট্রিশিয়ান পদে ৭৫ টি এবং এসি রেফ্রিজারেটর মেকানিক ১৫ টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে একাধিক পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে সবগুলিই টেকনিক্যাল ট্রেড -এর শূন্যপদ। তাই এক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে। একইসঙ্গে আইটিআই ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
◆ বয়সসীমা: এই সবকটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কোনোভাবেই ২৪ বছরের বেশি হওয়া চলবে না। তবে এক্ষেত্রে নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
◆ নিয়োগ প্রক্রিয়া: এইসব পদে নিয়োগের জন্য সকল আবেদনকারীর আইটিআই ডিগ্রীতে প্রাপ্ত নম্বর বিচার করা হবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে www.rcf.indianrailways.gov.in- এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। এক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণী, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি নেই। আবেদন করা যাবে ০৯.০৪.২০২৪ তারিখ অবধি।