একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে রিয়েলমি কোম্পানি। প্রথমে Oppo-র সাব-ব্র্যান্ড হিসেবে বাজারে এলেও এখন স্বনির্ভর একটি ব্র্যান্ড হয়েছে উঠেছে Realme। এখন বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। তবে এবার মিড রেঞ্জে রাজ করতে বাজারে লঞ্চ হচ্ছে এই কোম্পানির একটি মোবাইল। কথা বলছি Realme Narzo 70 Pro 5G মোবাইলটিকে নিয়ে। এই মোবাইলে দেওয়া হয়েছে অত্যাধুনিক কিছু ফিচার্স। ঠিক কি কি মিলবে এই মোবাইলে? জেনে নিন।
রিয়েলমি কোম্পানির এই মোবাইলে দেওয়া হয়েছে একটি ৬.৬৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ, এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ২৪০০×১০৮০ এবং এই ডিসপ্লে ২,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। সুপারফাস্ট পারফরম্যান্সের জন্য এই মোবাইলে দেওয়া হয়েছে ৬ ন্যানোমিটার এবং ২.২ গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও ফটোগ্রাফির জন্য এই মোবাইলে মিলবে ৫০ মেগাপিক্সেল সোনির সেন্সর সহ প্রাইমারি লেন্স, ৮ আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই মোবাইলে ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্টেড ৫ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে।
বর্তমান বাজারে Realme 12 5G মোবাইলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি মেমরি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রথমটির দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১৯,৯৯৯ টাকা। তবে লঞ্চের পর এখন ছাড় মিলছে এই মোবাইলে। বর্তমানে এই মোবাইল কিনলে একইসঙ্গে মিলবে ২,২৯৯ টাকা মূল্যের Realme Buds T300 মডেলের ইয়ারবাডস।