প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bank Job: বেসরকারি ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, সপ্তম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে

আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সকলেই দিশাহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। সম্প্রতি, ব্যাঙ্ক অফ বরোদার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। স্নাতক ডিগ্রি থাকলে খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। অফিস অ্যাসিস্টেন্ট ও গার্ডেনার বা ওয়াচম্যান পদে নিয়োগ হবে। অফিস অ্যাসিস্টেন্ট পদে মাসিক বেতন মিলবে ১৪,০০০ টাকা এবং গার্ডেনার বা ওয়াচম্যান পদে মাসিক বেতন মিলবে ৭,৫০০ টাকা।

◆ শিক্ষাগত যোগ্যতা: অফিস অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার জানতে হবে এবং প্রার্থীকে আঞ্চলিক ভাষা ও হিন্দি ভাষায় টাইপিং করতে জানতে হবে। তবে গার্ডেনার বা ওয়াচম্যান পদের জন্য আবেদনারীর শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণী পাশ হলেও চলবে। তবে এক্ষেত্রে গার্ডেনিংয়ের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

◆ বয়সসীমা: দুটি যদি আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

◆ আবেদন পদ্ধতি: অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তবে আগে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আবেদনপত্র। তারপর সেটিকে নির্ভুলভাবে পূরণ করে সব নথি ও ছবি সহ পাঠাতে হবে Authorized Person, Baroda Swarojgar Vikas Sansthan, Baroda –RSETI
Shivampark Society, Nr. Bank of Baroda Bamroli road Branch, Godhra-389001, Dist-Panchmahal- এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ, ২০২৪।