প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

WB Govt: ভোটের আগেই কর্মীদের মন জয় করলো মমতা সরকার, একধাক্কায় বোনাস বৃদ্ধি সকলের

সামনেই লোকসভা ভোট। দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এই নির্বাচন। সেই কারণেই চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। যদিও গত বছর…

Published By: Debaprasad Mukherjee | Published On:

সামনেই লোকসভা ভোট। দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এই নির্বাচন। সেই কারণেই চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। যদিও গত বছর থেকেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ গত বছর মোদি সরকারের কর্মীদের মহার্ঘভাতা একলাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সময় ৪ শতাংশ হারে বেড়েছিল মহার্ঘভাতা। ফলে একলাফে ৪২ শতাংশ থেকে বেড়ে সেটি হয়েছিল ৪৬ শতাংশ। আর তারপর থেকেই এই বছরে ফের একবার এই ভাতা বেড়ে ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে কেন্দ্রের মতোই অন্যান্য রাজ্যের সরকারগুলি কর্মীদের মহার্ঘভাতা প্রদান করে থাকে। মহার্ঘভাতা ছাড়াও রাজ্য তাদের কর্মীদের আরো অন্যান্য ভাতাও দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও একাধিক ভাতা দিয়ে থাকে সরকারি কর্মীদের। তবে পশ্চিমবঙ্গে দেওয়া হয় আর অন্যান্য ভাতা। তার মধ্যে অন্যতম হল বোনাস বা হ্যাডহক বোনাস। রাজ্য সরকারি কর্মীদের বছরে একবার এই বোনাস দেওয়া হয়। আর এবার এই বোনাস নিয়ে সসরকারী কর্নীদের বড় সুখবর দিয়েছে নবান্ন। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি দারুন সুখবর হতে চলেছে।

সম্প্রতি, রাজ্যের অর্থ দফতর ঘোষণা করেছে যে এবার থেকে অনরক্ত বাড়ানো হল এই হ্যাডহক বোনাস। এতদিন অবধি কর্মীরা ৫,৩০০ টাকার হ্যাডহক বোনাস পেতেন। তবে এবার সেটি আরো ৭০০ টোকা বাড়িয়ে করা হল ৬,০০০ টাকা। তবে সব কর্মীরা এই বোনাস পাবেন না। যেসব কর্মীদের বেতন ৪২ হাজার টাকার নীচে তারাই এই বোনাস পাবেন। এক্ষেত্রে গ্রুপ-এ কর্মীরা এই বোনাস পাবেন না। রচারাও গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মীদের যাদের বেতন বেড়ে ৪২ হাজার টাকার বেশি হয়েছে, তারাও এই বোনাস পাবেন না। বাকি সমস্ত কর্মীরাই পাবেন।

উল্লেখ্য, এই হ্যাডহক বোনাস দেওয়া শুরু হয় ২০০২ সালে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১,০০০ টাকা করে বোনাস দেওয়া হত। সেই নিয়ে মহাকরণে বিক্ষোভ হয়। বাম জমানা শেষে এই বোনাসের পরিমান হয় ২,০০০ টাকা। তৃণমূল ক্ষমতায় এসে সেটিকে বাড়িয়ে করে ২,১০০ টাকা। তারপর ২০২২ সালে এই বোনাস বাড়িয়ে করা হয় ৪,৮০০ টাকা। এরপর সেটি হয় ৫,৩০০ টাকা। গত বছর এই পরিমান বোনাস পেয়েছিলেন সরকারি কর্মীরা এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মীরা। এবছর এই পরিমাণ বাড়ছে।