প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Post Office: মাত্র ৩৯৬ টাকা বিনিয়োগ করে জীবনবিমা! দুর্ঘটনা ঘটলে বাড়তি রিটার্নের ব্যবস্থা

কর্মজীবনে আমরা সকলেই রোজগার করি। কেউ সরকারি চাকরি করে রোজগার করি, আবার কেউ ব্যবসা বা বেসরকারি চাকরি করি। আর কষ্টার্জিত সেই রোজগারের টাকা সঞ্চয় করতে সকলেই চায়। হাতখরচ বা সংসার…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কর্মজীবনে আমরা সকলেই রোজগার করি। কেউ সরকারি চাকরি করে রোজগার করি, আবার কেউ ব্যবসা বা বেসরকারি চাকরি করি। আর কষ্টার্জিত সেই রোজগারের টাকা সঞ্চয় করতে সকলেই চায়। হাতখরচ বা সংসার খরচ থেকে কিছুটা টাকা সরিয়ে তা পরবর্তীতে দরকারের সময় এই টাকাই বেরোয়। টিসি তজগারের পাশাপাশি সঞ্চয় কিন্তু জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখন বিশেষজ্ঞরা সব স্তরের মানুষদেই সঞ্চয়ের বিষয়ে অবগত করছেন।

উল্লেখ্য, রোজগারকৃত টাকা বাড়িতে ফেলে রাখলে তা কিন্তু সুদে বাড়বে না। বরং সেইসব টাকা কোনো স্কিম বা প্রকল্পে বিনিয়োগ করলে তা লাভজনক হতে পারে। কারণ সেখানে টাকার সুরক্ষা পাওয়া যায়। আর তার সাথে যদি পাওয়া যায় জীবনবিমা, সঙ্গে ভালো হারে রিটার্ণের অঙ্ক, তাহলে তো সোনায় সোহাগা। এই প্রতিবেদনে এমনই একটি বিনিয়োগের উপায় সম্পর্কে আলোচনা করবো, যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিক সুরক্ষিতভাবে টাকা জমা দিয়ে ভালো বীমা কভার পেয়ে যাবেন। একইসঙ্গে মিলবে বেশ কিছু সুবিধা।

বিনিয়োগের টাকা জমা দিতে এখনো অনেকেরই প্রথম পছন্দ হল পোস্ট অফিস। তার অন্যতম কারণ হল পোস্ট অফিসের নির্ভরযোগ্যতা। আর এই পোস্ট অফিসেই রয়েছে বীমা স্কিম। পোস্ট অফিস পেমেন্টস ব্যাঙ্কের এই স্কিমে স্বল্প বিনিয়োগে ভালো বীমা কভার পাওয়া সম্ভব। এই স্কিম হোল্ডারের মৃত্যু, স্থায়ী অক্ষমতা, আংশিক অক্ষমতা বা অংশবিশেষ পক্ষাঘাত ঘটলে ১০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করা যাবে। এছাড়াও কোনরূপ দুর্ঘটনা ঘটলে বীমাকারী ব্যক্তি হাসপাতালে ভর্তি হলেও বিমাকৃত অর্থ ব্যক্তিকে প্রদান করা হবে। এক্ষেত্রে আইপিডি চিকিৎসার খরচের জন্য ৬০ হাজার টাকা এবং ওপিডিতে ড্রেসিং বা চিকিৎসার ক্ষেত্রে ৩০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও বাড়তি এক হাজার টাকা করে ১০ দিন দেওয়া হবে।

এসবের পাশাপাশি বীমাকারী ব্যক্তির পরিবার অন্য শহরে থাকলে তাদের টিকিটের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া হয় এই স্কিমে। দুর্ভাগ্যবশত, বীমাকরি ব্যক্তি মারা গেলে শেষকৃত্যের জন্য ৫ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকার সাম-এসিউরড এববগ তার সন্তানদের শিক্ষার জন্য আলাদাভাবে ১ লক্ষ টাকা দেওয়া হয়। আর এই সব সুবিধা পাওয়া যায় মাত্র ৩৯৬ টাকা থেকে। বছরে এই পরিমাণ টাকা বিনিয়োগ করলেই পাওয়া যাবে এই বিমাকৃত পয়সা।