করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই অবস্থায় সুখবর শোনাল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল করপোরেশন। এবার নূন্যতম যোগ্যতাতেই মিলবে চাকরি। গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পোস্ট অফিস। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। তবে নিয়োগ হবার চুক্তিভিত্তিক। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
■ শূন্যপদ: মোট ১১ শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাব-রেজিস্টার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে এই পদে নিয়োগের পর প্রার্থী লেভেল-১৪ অনুযায়ী বেতন পাবেন।
■ বয়সসীমা: এইসব শূন্যপদে চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা রাখা হয়েছে ১৮ বছর থেকে ৪৫ বছর।
■ শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে ভালোভাবে বাংলাতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়াও এই কাজের নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার পড়বে।
■ আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করার কথা জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। প্রথমেই www.mscwb.org-এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সব তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অসংরক্ষিত, OBC এবং EWS প্রার্থীদের ২০০ টাকা এবং বাকিদের ৫০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৬ ই এপ্রিল, ২০২৪।