প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

RBI: বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, কেমন হবে নতুন নোট!

বাড়ি থেকে বাইরে বেরোলেই অনেক টাকার খরচ- আজকাল এই কথা কমবেশি অনেক মানুষই বলে থাকেন। আর কথাটি যে মিথ্যা, তা নয়। কারণ, বাড়ি থেকে বেরোলেই নানা কারণে আমাদের মানিব্যাগ থেকে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বাড়ি থেকে বাইরে বেরোলেই অনেক টাকার খরচ- আজকাল এই কথা কমবেশি অনেক মানুষই বলে থাকেন। আর কথাটি যে মিথ্যা, তা নয়। কারণ, বাড়ি থেকে বেরোলেই নানা কারণে আমাদের মানিব্যাগ থেকে টাকা খসতে শুরু করে। প্রথমত আপনার বাইক বা গাড়ি থাকলে তাতে তেল ভরতে খরচ হয়, আবার গাড়ি বা বাইক না থাকলে যানবাহনের ভাড়া দিতে হয়। আবার বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলে তো টাকা গুনতেই হয়। এর পাশাপাশি বাইরে কোনো হোটেল বা রেস্তোরাঁ বা ফুটপাতের দোকান থেকে কিছু খাওয়াদাওয়া করলেও খরচ করতেই হয়। এককথায়, জীবনের প্রতিটি পদক্ষেপে খরচ রয়েছে নানা খাতে।

তবে এই খরচ করতে গিয়েই এখন এক নতুন সমস্যা দেখা দিচ্ছে। কারণ ভারতে আজকাল নোটের সমস্যা দেখা দিচ্ছে। হয়তো আপনিও এমন সমস্যার মুখোমুখি হয়েছেন কোথাও কোথাও। তার কারণ কিন্তু নোটের অমিল নয়। এই সমস্যার কারণ হল নোটের অবস্থা। আজকাল বাজারে টাকা দিতে বা নিতে হলে সবথেকে বড় সমস্যা হল কাটাছেঁড়া নোট বা ড্যামেজ হয়ে থাকা নোট। আজকালকার দিনের বেশিরভাগ নোটই অল্প সময়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নোটে এমন সমস্যা বেশি দেখা যাচ্ছে।

তবে এবার এই সমস্যা থেকে দেশের নাগরিকদের মুক্তি দিতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ১০০ টসকার নোটের জন্য। জানা গেছে, এবার বাজারে নতুন ১০০ টাকার নোট ছাড়বে রিজার্ভ ব্যাঙ্ক। জানা গেছে, শীঘ্রই এই নতুন নোট আসবে ভারতের বাজারে। আর এই নোটের বিশেষত্ব হবে এটাই যে এই নোট বার্নিশ করা থাকবে। সেই কারণেই সহজে ছিঁড়বে নস এই নতুন নোট। বার্ণিশের মাধ্যমে নতুন এই ১০০ টাকার নোটকে টেকসই করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

এখন প্রশ্ন হল এটাই যে এই নোট দেখতে কেমন হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এখনো এই নতুন ১০০ টাকার নোটের কোনো ছবি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এই নতুন ১০০ টাকার নিকট বেগুনি রংয়েরই হবে। একইভাবে বর্তমানের মতো এটি গান্ধী সিরিজের নোট হবে। অর্থাৎ নোটের উপর থাকবে মহাত্মা গান্ধীর ছবি। এছাড়াও এই নোটে থাকবে অশোক স্তম্ভের ছাপ। জানা গেছে, এই নোট অনেক বেশি টেকসই হবে বর্তমান বাজারে উপলব্ধ সব নোটের তুলনায়। সেই কারণে এর ফলে যে দেশবাসীর নোট-হয়রানি অনেকটা কমে যাবে, তা বলাই যায়।