সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পর বর্তমানে ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। গ্রামবাংলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচারবিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত, তাকেই পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। ১৯৭০ সালে প্রথম সর্ববঙ্গীয় গ্রামীণ চৌকিদারি পঞ্চায়েত আইনের মাধ্যমে আধুনিক গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে। স্বাধীনতার পর গণতান্ত্রিক ভারতে এই ব্যবস্থা তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন আইন পাস হয় ও সংবিধান সংশোধন করা হয়।
আর এবার পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত ব্যবস্থা কর্তৃক একটি সুখবর দেওয়া হল রাজ্যের বেকার যুবক ও যুবতীদের। কারণ এবার মোট ৬,৬৫২ টি শূন্যপদে জেলাভিত্তিক নিয়োগ হবে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে বহু নির্মাণ সহায়ক পদে নিয়োগ হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি বড় সুযোগ। এখন একনজরে জেনে নিন এই পদের বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।
● শূন্যপদ: জেলায় জেলায় ব্লকভিত্তিক শুন্যপদের বিন্যাসে নির্মাণ সহায়ক পদে নিয়োগ হবে। নিয়োগের পর লেভেল-৯ অনুযায়ী বেতন পাবেন কর্মীরা। এক্ষেত্রে মাসিক বেতন হবে ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা অবধি।
● বয়সসীমা: এই পদে আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও SC প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর, ST প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর, OBC (A) প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৪৩ বছর, OBC (B) প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৪৩ বছর, EWS প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।
● শিক্ষাগত যোগ্যতা: ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন যদি তারা যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করে থাকেন।
● নিয়োগ প্রক্রিয়া: এই পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এক্ষেত্রে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা ও ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি ও জেনারেল নলেজের প্রশ্ন থাকবে।
● আবেদন প্রক্রিয়া: এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। তার জন্য প্রথমেই স্থানীয় পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে নির্মাণ সহায়ক পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন করতে হবে সব নির্ভুল তথ্য দিয়ে। এক্ষেত্রে আবেদনের ফি জমা দিতে হবেনা।