বাঙালিকে অনেকেই ভ্রমণপ্রিয় জাতির তকমা দিয়ে থাকেন। কারণটা অনেকটাই পরিষ্কার। দুর্গাপূজা হোক বা শীতের ছুটি, কাজ থেকে ফুরসৎ মিললেই অনেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কখনও গন্তব্য হয়ে থাকে পাহাড়, কখনো সমুদ্র, কখনো ঐতিহাসিক স্থান, কখনো ধর্মীয় স্থান, আবার কখনো কোনো শান্ত জায়গা। এর মাঝে অনেকেই যান বিদেশ ট্যুরে, কেউ আবার ভিনরাজ্যে কোনো দর্শনীয় স্থান যেতে পছন্দ করেন। অনেকেই আবার কাছেপিঠের কোনো সুন্দর জায়গা খুঁজে নেন হলিডে ডেস্টিনেশন হিসেবে। সেখানেই দিনকয়েক কাটিয়ে আবার সাধারণ জীবনে ফিরতে হয়।
বাঙালির কাছেপিঠের নানা ঘোরার জায়গা রয়েছে। যারা সমুদ্র ভালোবাসেন, তাদের জন্য যেমন রয়েছে দীঘা ও পুরী; তেমনই আবার পাহাড় ভালোবাসলে তার জন্য খোলা রয়েছে দার্জিলিংয়ের দরজা। তবে বরফের পাহাড় দেখতে হলে অনেকেই সিকিমকে প্রথম বিকল্প হিসেবে বেছে নেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা কিছু অফবিট ডেস্টিনেশন খোঁজেন, কিন্তু পর্যটন স্থলের ভিড় দেখে পিছিয়ে আসতে হয় তাদের। তবে তাদের এই ভারাক্রান্ত মনে নতুন ভ্রমণস্পৃহা জাগিয়ে তুলতে দেওয়া হল এমন তিনটি জায়গার সন্ধান, যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। আপনিও এমন কোনো জায়গায় সন্ধান করলে প্রতিবেদনটি পড়ুন শেষ অবধি।
● মুন্নার, কেরালা: দক্ষিণ ভারতের কাশ্মীর নামে পরিচিত এই স্থানটি। কেরালা রাজ্য মূলত প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত হলেও পশ্চিমঘাট পর্বতমালা স্পর্শপ্রাপ্ত মুন্নার এক অপরূপ সৌন্দর্য বহন করে। কেরালার এই স্থানে যেমন দেখতে পাবেন চা বাগান, তেমনই পাহাড়ের বুকে মেঘের বিচরণ দেখতে পাবেন। একইসঙ্গে পাহাড়ি ফুল ও পাখিদের দেখা যাবে এই স্থানে। বসন্তে দ্বিগুন হয় এই স্থানের সৌন্দর্য্য।
● গুলমার্গ, কাশ্মীর: অনেকেই এমন রয়েছেন যারা ঘোরাফেরার নাম উঠলেই চোখের সামনে পাহাড় দেখতে চান। যেও কেউ আবার সাদা বরফের সৌন্দর্যে আসক্ত। তাদের জন্য একটি দুর্দান্ত ডেস্টিনেশন হল গুলমার্গ। শীতে গুলমার্গ গেলে সাদা বরফের মেলা দেখতে পাবেন এখানে। যদিও গ্রীষ্মে গেলে এখানে আসল প্রকৃতির রূপ দেখতে পারবেন। বসন্তেও এই স্থানের সৌন্দর্যের সীমা থাকে না।
● পার্বতী ভ্যালি, হিমাচল প্রদেশ: জঙ্গল আপনার পছন্দের তালিকায় উপরে থাকলে আপনি হিমাচলের দিকে পা বাড়াতে পারেন। হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালি আপনাকে পাহাড়ি জঙ্গলের অনুভূতি দেবে ভরপুর। এখান থেকে আপনি একসঙ্গে কাসোল, খিরগঙ্গা ট্রেক, রোসোল সবই ঘুরে দেখতে পারবেন। পাহাড়ি ঝর্ণার ছড়াছড়ি এই উপত্যকা। সেইসঙ্গে জঙ্গলের নির্জনতা পাবেন আপনি এই এলাকায়। তাই শান্তিপ্রিয় মানুষদের জীবনে অন্তত একবার হিমাচলের সৌন্দর্য উপভোগ করা উচিত।