প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Panchayat Jobs: পঞ্চায়েতের একাধিক পদে নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা ডিগ্রীতে চাকরি

সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পর বর্তমানে ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। গ্রামবাংলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচারবিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত, তাকেই পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। ১৯৭০ সালে প্রথম…

Published By: Debaprasad Mukherjee | Published On:

সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পর বর্তমানে ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। গ্রামবাংলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচারবিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত, তাকেই পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। ১৯৭০ সালে প্রথম সর্ববঙ্গীয় গ্রামীণ চৌকিদারি পঞ্চায়েত আইনের মাধ্যমে আধুনিক গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে। স্বাধীনতার পর গণতান্ত্রিক ভারতে এই ব্যবস্থা তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন আইন পাস হয় ও সংবিধান সংশোধন করা হয়।

আর এবার পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত ব্যবস্থা কর্তৃক একটি সুখবর দেওয়া হল রাজ্যের বেকার যুবক ও যুবতীদের। কারণ এবার মোট ৬,৬৫২ টি শূন্যপদে জেলাভিত্তিক নিয়োগ হবে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে। জানা গেছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নানা পদে নিয়োগ করা হবে সত্ত্বর। আর এর জন্যই প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিবন্ধের বাকি অংশ দেখে নিন কোন কোন পদে নিয়োগ করা হবে।

● শূন্যপদ: একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
● বেতন: ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট, কম্পিউটারে দক্ষতা, ডিপ্লোমা

● শূন্যপদ: পঞ্চায়েত সহায়ক
● বেতন: ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/-
● শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক

● শূন্যপদ: নির্মাণ সহায়ক
● বেতন: ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা

● শূন্যপদ: সেক্রেটারি
● বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক

● শূন্যপদ: অ্যাকাউন্ট ক্লার্ক
● বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, কম্পিউটার

● শূন্যপদ: ব্লক ইনফরমেশন অফিসার
● বেতন: ৩২,১০০/- থেকে ৮২,৯০০/-
● শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট, কম্পিউটার ডিগ্রি

● শূন্যপদ: ক্লার্ক টাইপিস্ট
● বেতন: ৩২,১০০/- থেকে ৮২,৯০০/-
● শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, টাইপিংয়ে দক্ষতা

● শূন্যপদ: ডেটা এন্ট্রি অপারেটর
● বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় ৬,২০০ স্পিড।

● শূন্যপদ: পিওন
● বেতন: ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/-
● শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ

● শূন্যপদ: লোয়ার ডিভিশন ক্লার্ক
● বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
● শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক