শহর কলকাতার হৃদস্পন্দন হল মেট্রো পরিষেবা। মহানগরীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নির্দ্বিধায় কোনোরূপ ট্র্যাফিক জ্যাম ছাড়াই যাত্রীদের পৌঁছে দেয় এই পাতালরেল। ১৯৮৪ সালে চালু হওয়া এই পরিষেবা এখনো এক প্রাচীন ও আধুনিকতার ঐতিহ্য প্রদান করে তিলোত্তমা নগরীকে। বিগত দশকে শহরের একাধিক রুটে মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মেট্রো রেলের বিস্তার বাড়ছে দিনের পর দিন। কলকাতা ছড়িয়ে জেলায় জেলায় এই পরিষেবা পৌঁছে দিতেও উদ্যোগী হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোর এই বিস্তারে যে প্রকল্পগুলির কথা ভাবা হয়েছে, তার মধ্যে অন্যতম হল গঙ্গার নীচ দিয়ে ট্রেন চালানো অর্থাৎ ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’। হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো শীঘ্রই ছুটবে গঙ্গার বুক চিরে। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষের মুখে। এদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটে শুরু হয়েছে যাত্রী পরিবহণ। রেল সূত্রে জানা গেছে, আগামী ৬ ই মার্চ এই মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এইদিন উদ্বোধন হবে জোকা-তারাতলা-মাঝেরহাট, নিউ টু রুবি মেট্রো রুট।
এখন অনেকেই ভাবছেন জর এই দিনে মেট্রো রুট উদ্বোধন হয়ে গেলেই ওইদিন থেকেই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে এই তিন রুটে। তবে এবার এই তিনটি রুটের মেট্রো চলাচল নিয়ে এল এক বড়সড় আপডেট। আর এই খবরে ও একেরই মন ভাঙতে পারে। কারণ যারা ভাবছেন ৬ তারিখেই টিকিট কেটে গঙ্গার নীচ দিয়ে পারাপার করবেন, তারা ভুল ভাবছেন। কারণ এই উদ্বোধনের পর থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে না এই তিন রুটে। তাই এই খবরটি কলকাতার নিত্যযাত্রীদের জন্য যে খুব একটা সুখকর হবেনা, তা বলাই যায়।
কিন্তু কেন এক্ষুনি মেট্রো চলাচল শুরু হবেনা এই তিন রুটে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কল্যাটা মেট্রোর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হলেন যে আগামী ৬ মার্চ সকাল ১১ টায় এই তিন মেট্রো রুট উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই তিন রুটেই এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে। এই কাজ সম্পন্ন হলে আগামী কয়েকদিন পর এই তিন রুটে ছুটবে মেট্রো। তবে সেই দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি বলেই জানা গেছে।