প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Local Train: লোকালেই মিলবে মেট্রো সফরের স্বাদ, হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ট্রেনে বিরাট পরিবর্তন

ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনকেই দূরের গন্তব্যে যাওয়ার জন্য বেছে নেন অনেকেই। আর এই ধরণের ট্রেনে থাকে স্লিপার কোচ থেকে এসি কোচ। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড ক্লাস কামরাই থাকে।

তবে এই এই বিষয়টিকে বদলে ফেলতে উদ্যোগী হচ্ছে রেল। পূর্ব রেল গত বছর পুজোর আগেই ঘোষণা করেছিল যে, এবার লোকাল ট্রেনের সঙ্গেও জুড়ে দেওয়া হবে প্রথম শ্রেণীর রেল কামরা। অর্থাৎ এবার থেকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের সব সুবিধা মিলবে লোকাল ট্রেনেই। শিয়ালদহ ডিভিশনের ৬ রুটে চলে মাতৃভূমি লোকাল ট্রেন। এর মধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে তিনটি রুটে চালু হতে চলেছে এই বিশেষ সুবিধা। মুম্বই লোকাল ট্রেনের মডেলকে অনুসরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, এমনটাই জানা গেছে।

তবে সূত্রের খবর, এবার শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের সব লোকাল ট্রেনের ধাঁচা বদলে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে লোকাল ট্রেনের সেই পুরনো মডেল, পুরানো দরজা, জানালা, অপরিস্কার মরচে ধরা কামরা, ভিড়ে ঠাসাঠাসি অবস্থা- এই সবটাই বদলে দিতে চলেছে রেল। জানা গেছে, আগামী দিনের লোকাল ট্রেনে চড়লেই মেট্রো সফরের অনুভূতি পাবেন যাত্রীরা। সেই কারণে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। শীঘ্রই লোকাল ট্রেনের এই উন্নতিকরণ চোখে পড়বে বলে জানা গেছে।

কিন্তু কি কি সুবিধা মিলবে লোকাল ট্রেনের এইসব অত্যাধুনিক কামরায়? এই বিষয়ে সম্প্রতি পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, “এতে আরও আরামদায়ক আসন থাকবে, কুশন, ম্যাট-আচ্ছাদিত মেঝে, দেয়ালে চিত্রকর্ম এবং আরও কিছু জিনিস থাকবে যা দেখলে যাত্রীদের যাত্রার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যেতে পারে।“ একইসঙ্গে দেওয়ালে থাকবে এলইডি টিভি, দরজা ও জানালায় থাকবে স্বচ্ছ কাঁচ। ভবিষ্যতে লোকাল ট্রেনে এসি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা হবে বলে জানা গেছে রেল সূত্রে।