আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সকলেই দিশাহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। স্নাতক ডিগ্রি থাকলে খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এফএলসি কাউন্সিলর ও এটেন্ডেন্ট পদে নিয়োগ হবে। এই পদে মাসিক বেতন মিলবে ১৫ হাজার টাকা। এছাড়াও অন্যান্য ভাতা মিলবে এই পদে নিয়োগের পর।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য সরকারি বর্ধ বা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। তবে সব শেষ হলে সেটির প্রিন্ট নিয়ে নথি সহ পাঠাতে হবে Regional Head, Central Bank of India, Regional Office, 1st Floor, AD Tower, Bank Road, Gorakhpur U.P. PIN-273001- এই ঠিকানায়।