আজকাল চাকুরিজীবীর তুলনায় দেশে বেকারের সংখ্যাটা বেড়েছে মাত্রাতিরিক্ত ভাবে। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। অনেকেই আবার এই অবস্থার মাঝে দাঁড়িয়েও চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরকদমে।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে স্টীল অথরিটি বিভাগ তথা স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা SAIL। জানা যাচ্ছে, যেকোনো ট্রেড ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী যুবক ও যুবতীদের একাধিক পদে নিয়োগ করবে স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি, একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩১৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে যেসব পদ রয়েছে, সেগুলি হল – মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেরামিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার বা আইটি ইঞ্জিনিয়ার, ড্রটসম্যান, ইন্সট্রুমেন্টশন ট্রেনি ইত্যাদি।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই সব পদের জন্য ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে এইসব পদে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকলেই এইসব পদে আবেদন করা যাবে। এই পফে নিয়োগের পর বার্ষিক ১০.৪ ললঃ টাকার বেতন দেওয়া হবে।
◆ বয়সসীমা ও আবেদনের শেষ তারিখ: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। তার জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফরম ফিলাপ করতে হবে। সেখানে নির্ভুলভাবে বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি টাইপ করতে হবে। তারপর সব বৈধ নথি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮.০৩.২০২৪।